Breaking News
Home / News / নূর-ই-আলমকে প্রধান করে সাত সদস্যের হুইপ নিয়োগ

নূর-ই-আলমকে প্রধান করে সাত সদস্যের হুইপ নিয়োগ

চিফ হুইপসহ মোট সাত জনকে হুইপ পদে নিয়োগ দিলেন রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ। মাদারীপুর-১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরীকে চিফ হুইপ নিয়োগ দেয়া হয়েছে, তিনি মন্ত্রী পদমর্যাদা পাবেন। এছাড়া বাকি ছয় হুইপ পাবেন প্রতিমন্ত্রী পদ মর্যাদা।
রাষ্ট্রপতি সংসদ নেতা প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী তাদের নিয়োগ দেন।
বুধবার সিনিয়র সচিব ড. জাফর আহমেদ এর স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
পরে, বিধি মোতাবেক চীফ হুইপ ও হুইপদের তালিকা গেজেট আকারে প্রকাশ করা হয়।
এদিকে সাত জন হুইপের মাঝে দশম সংসদের তিনজন সদস্য পুনরায় নিয়োগ পেয়েছেন। তারা হলেন, শেরপুর-১ আসনের সংসদ সদস্য আতিউর রহমান আতিক, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহীম ও গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি।
নতুন মুখ হিসেবে নিয়োগ পেয়েছেন জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন, চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী, খুলনা-১ আসনের সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস।

About admin

Check Also

দুটি কিডনিই ড্যামেজ কলেজ ছাত্রী সাবরিনার, সাহায্যের আবেদন

কলেজ ছাত্রী সাবরিনা। দুটি কিডনিই ড্যামেজ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বাঁচতে হলে কিডনি ট্রান্সপারেন্ট …

Leave a Reply