সানি-সাঞ্জুর অনলাইনে বিয়ে দিলেন অনুরূপ আইচ

আবারো একসাথে কাজ করছেন কন্ঠশিল্পী সানি আজাদ ও জনপ্রিয় গীতিকার অনুরূপ আইচ। ‘দুই জীবন’র পর আবারো অনুরূপ আইচ’র কথায় গাইলেন সানি আজাদ। গানটির সুর করেছেন ওসমান সজিব এবং মিউজিক করেছেন অরণ্য আকোন। গানে অভিনয় করেছেন সানজানা সাঞ্জু, রিফাত ও সানি আজাদ। ‘অনলাইনে বিয়া’ গানটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন ‘সিডি চয়েস মিউজিক’র কর্ণধার এমদাম সুমন। বৈশাখ উপলক্ষেই গানটি প্রকাশ পেয়েছে বলে জানান সানি। তিনি বলেন, আমি আবারো অনুরূপ দা’র লেখা গান নিয়ে কাজ করছি। এটা আমার জন্য অনেক আনন্দের। এর আগে অনুরূপ দা’র লেখা ‘দুই জীবন’ গানটি গেয়েছিলাম এবং সবার প্রশংসাও পেয়েছি। আশা করছি; এবারের গানটিও ভালো হবে। গানের কথাগুলো একটু ভিন্ন মেজাজের। মিউজিক ভিডিও’র পরিকল্পনাটাও আলাদা। আশা করছি; সবার ভালো লাগবে। পাশাপাশি ‘সিডি চয়েস মিউজিক’র কর্ণধার এমদাদ ভাইকে ধন্যবাদ দিতে চাই আমাকে নিয়ে সুন্দর একটি গান তৈরি করার জন্য। অনুরূপ আইচ বলেন, সানি আমার সাথে আবারো কাজ হয়েছে এটা আমার কাছে ভালো লাগছে। কারণ সানিকে আমি অনেক পছন্দ করি এবং সে ইদানিং অনেক ভালো গাইছে। আমাদের এই নতুন গানটি দিয়েও সানি আলোচনায় আসবে বলে আমার বিশ^াস। এমদাদ সুমন বলেন, সানি আগের চেয়ে অনেক ভালো করছে। ‘অনলাইনে বিয়া’ গানটিও সে অনেক ভালো গেয়েছে। আমার বিশ^াস এই গানটিও সানির ক্যারিয়ারে ভালো কিছু নিয়ে আসবে। উল্লেখ্য-‘অনলাইনে বিয়া’ সানি’র ৯ম গান। গানটি প্রকাশ পেয়েছে ‘সিডি চয়েস মিউজিক’র ব্যানারে।

Leave a Reply