নাটকে দুঃখ দেখানো হয়নি!! মেহ্জাবীনের।

পয়লা বৈশাখের নাটকের গল্পগুলো কেমন?
পয়লা বৈশাখ দিনটি আনন্দের। তাই নাটকগুলোয় দুঃখ দেখানো হয়নি। সব নাটকই রোমান্টিক, রোমান্টিক কমেডি, রোমান্টিক ট্র্যাজেডিও দেখানো হয়েছে।

নাটকগুলোয় আপনার নায়ক অপূর্ব ও নিশো। কারণ কী?
এটা তো আমি বলতে পারব না। প্রযোজক ও পরিচালক ভালো বলতে পারবেন। হতে পারে দর্শকের চাহিদা।  

ঈদের কাজ কি শুরু করেছেন?
১৫ এপ্রিল কাজ শুরু হবে। মহিবুল মহিমের দুটি নাটক দিয়ে কাজ শুরু হবে। আগামী ঈদের জন্য ভালো গল্পের ১০–১২টি নাটক ও টেলিছবিতে কাজ করার ইচ্ছা আছে।

১৯ এপ্রিল আপনার জন্মদিন। কীভাবে কাটাবেন?
জন্মদিনের জন্য ১৯ ও ২০ এপ্রিল কোনো কাজ হাতে রাখিনি। পরিবার ও বন্ধুদের সঙ্গে পুরো সময়টা কাটাব। ঢাকার বাইরে যাওয়ারও ইচ্ছা আছে।

আজকের দিনটা কীভাবে সাজিয়েছেন?
সকালে দীপ্ত টিভিতে সরাসরি একটি নাচের অনুষ্ঠানে অংশ নেব। এরপর বন্ধুদের সঙ্গে দুপুরের খাবার খাব। রাতে বাসায় ফেরা পর্যন্ত বন্ধুদের সঙ্গে ঘুরব।

শেষ তিন প্রশ্ন
প্রিয় মানুষকে দেওয়া শেষ উপহার কী ছিল?
সময়। কারণ, আমরা সবাই-ই যার যার জায়গা থেকে এত ব্যস্ত যে ‘সময়’ ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ।

দেশের বাইরে ঘুরতে গেলে একজনকে সঙ্গে নিতে বলা হলে কাকে নেবেন?
মাকে সঙ্গে নিতে চাই।

অভিনয় ছেড়ে দিলে কী করবেন?
ব্যবসা করব।

Leave a Reply