ডা. আলমগীর মতি’র মা ইন্তেকাল করেছেন !

img1453995580967সম্পাদনায়-সাইমুর রহমান, স্বদেশ নিউজ২৪.কম: শরীয়তপুর নড়িয়া, কলুকাঠির নিবাসী সারেং গোলাম মোস্তফা’র সহধর্মিণী ও মডার্ন হারবাল গ্রুপের চেয়ারম্যান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হারবাল গবেষক লায়ন ডা.আলমগীর মতি’র মাতা রহিমা খাতুন ২৮ জানুয়ারি সন্ধ্যা ৭.৪৫ মিনিটে তার নিজ বাসস্থান এ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নালিল্লাহির রাজিউন। মারা যাবার সময় তার বয়স হয়েছিল ১০১ বছর। শুক্রবার বাদ জুমা মুরহুমার জানাজা ও দাফনকাজ সম্পন্ন করা হবে।

Leave a Reply