“আমরা কুড়ি” ও “বাসপ” সম্মানে ভুষিত হলেন সোহেল রানা !

sohel_awardসম্পাদনায়-আরজে সাইমুর: টেলিভিশনে অনুষ্ঠান নির্মানে বিশেষ অবদানের জন্য এ বছর শিশু সংগঠন ‘আমরা কুড়ি’ এবং বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদ (বাসপ)’র পদক পেয়েছেন বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন জিটিভি’র তরুণ অনুষ্ঠান নির্মাতা সোহের রানা। সম্প্রতি সংগঠন দুটি তাকে এই পদক ঈস্খদান করে। পদক পাওয়া প্রসঙ্গে সোহেল রানা বলেন, এর আগে বিভিন্ন সময়ে বিভিন্ন সংগঠন থেকে আমাকে পুরস্কারের জন্য নির্বাচন করা হয়েছিলো। তখন তা আমি ফিরিয়ে দিয়েছি। কারন আমি তখন পুরস্কারের জন্য প্রস্তুত ছিলাম না। যখন ‘আমরা কুড়ি’ এবং ‘বাসপ’ আমাকে নির্বাচন করলো আমি দেখলাম তারা আমার পেছনের কাজকে মুল্যায়ন স্বরুপ এই পদক প্রদান করবে। তাই কাজের স্বীকৃতি স্বরুপ পুরস্কার পেয়ে ভালো লাগছে। পদকের জন্য আমাকে মনোনিত করার জন্য পদক কর্তৃপক্ষকে ধন্যবাদ। প্রায় একযুগের ও বেশি সময় ধরে সোহেল রানা মিডিয়ায় কাজ করে যাচ্ছেন। তিনি আরটিভিতে প্রায় ৭ বছর কাজ করেন সে সময় তিনি প্রতিদিনের সরাসরি সেলিব্রেটি আড্ডানুষ্ঠান ‘তারকালাপ’ সহ সিনেমা বিষয়ক ও মিউজিক্যাল লাইভ সহ বেশ কিছু অনুষ্ঠান প্রযোজনা করেন। সোহেল রানা বর্তমানে জিটিভি অনুষ্ঠান প্রযোজক হিসেবে কর্মরত আছেন। তার প্রযোজনায় প্রতিদিনের অনুষ্ঠান ‘এই সন্ধ্যায়’ প্রায় সহস্র পর্বে পাড়ি দিয়েছে। এছাড়াও বিশেষ দিবসে ভিন্ন আঙ্গিকের অনুষ্ঠান নির্মান করে থাকেন তিনি।

Leave a Reply