আন্তর্জাতিক পণ্যের বিজ্ঞাপনে সাবিলা!!!

বিজ্ঞাপনে খুব একটা দেখা যায় না ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূরকে। সারা বছর বাছাই করে দু-একটা বিজ্ঞাপনে কাজ করেন। এবার একটি আন্তর্জাতিক মোবাইল কোম্পানির বিজ্ঞাপনে মডেল হলেন তিনি। তবে পণ্যের নামটি তিনি এখনই বলতে চাননি। গত ২৭ ও ২৮ মার্চ দুবাইয়ে এর শুটিং হয়েছে। এটি পরিচালনা করেছেন সার্বিয়ার পরিচালক পিটার প্যাসিক। তিনি আমেরিকায় বিজ্ঞাপন ও প্রামাণ্যচিত্র নির্মাণ করেন।

সাবিলা বলেন, ‘সার্বিয়া থেকে সিনেমাটোগ্রাফার, সহকারী পরিচালক ছিলেন সাউথ আফ্রিকা থেকে, মেকআপ আর্টিস্ট ছিলেন ভারত ও ব্রাজিল থেকে। আর আমার সঙ্গে দুবাইয়ের একজন সহশিল্পী ছিলেন।’

কাজের অভিজ্ঞতা কেমন ছিল? জানতে চাইলে সাবিলা বলেন, ‘খুবই ভালো। তবে তাঁদের সঙ্গে কাজ করে মনে হয়েছে আমরা যে পিছিয়ে আছি, তা নয়।’

কীভাবে এই বিজ্ঞাপনে যুক্ত হলেন? সাবিলার উত্তর, ‘পাঁচ-ছয় মাস আগে এই প্রতিষ্ঠানের একটি পণ্যের অনলাইন ভিডিও কমার্শিয়ালে কাজ করেছিলাম। অনলাইনে ভালো সাড়া পেয়েছিল। এরপর পণ্যটি নিয়ে কিছু কাজের জন্য নতুন করে আমার সঙ্গে ছয় মাসের চুক্তি করেছেন তাঁরা। সেই চুক্তির প্রথম কাজ এই বিজ্ঞাপন।’

সাবিলা জানান, ঈদে পণ্যটি বাজারে আসবে। তখন প্রকাশিত হবে বিজ্ঞাপনটি।

Leave a Reply