Breaking News
Home / Sports / রাজস্থানকে হারিয়ে দিল কলকাতা !!!!

রাজস্থানকে হারিয়ে দিল কলকাতা !!!!

জয়পুরে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৮ উইকেটে জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স

নিশ্চিত আন্দ্রে রাসেলকে থামানোর পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছিল রাজস্থান রয়্যালস। কিন্তু ম্যাচটা তো রাসেল পর্যন্ত যাওয়ারই সুযোগ পেল না। অনেক পথ বাকি থাকতেই কার্যত ম্যাচ শেষ করে দিয়েছেন কলকাতার দুই ওপেনার ক্রিস লিন ও সুনিল নারাইন। ১৪০ রানের জবাবে ব্যাট করতে নেমে ৮.১ ওভারেই তারা তুলে ফেলে ৯০ রান। এর পরে ২২ গজের লড়াইটা হয়ে ওঠে একপেশে। শেষ পর্যন্ত দুই উইকেট হারিয়ে ১৩.৫ ওভারেই জয়ের নোঙরে পৌঁছে যায় কলকাতা নাইট রাইডার্স। ফলে ৩৭ বল হাতে রেখেই নাইটদের ৮ উইকেটে আয়েশি জয়।

জয়পুরে রাজস্থানের দেওয়া ১৩৯ রানের জবাবে শুরু থেকেই ঝড় তোলেন কলকাতার দুই ওপেনার লিন ও নারাইন। ৬ ওভারেই রান বিনা উইকেটে ৬৫। নারাইন অপরাজিত ৩৪, লিন অপরাজিত ২৯। ম্যাচটা তো তখনই কলকাতার দিকে হেলে পড়েছে। দলীয় ৯১ রানে ৮.৩ ওভারে নারাইন ফিরে যাওয়ার আগে করলেন ৪৭ রান। তিন রানের জন্য ক্যারিবীয় ওপেনার হাফ সেঞ্চুরি মিস করলেও তা তুলে নিয়েছেন অস্ট্রেলিয়ান লিন। দলীয় ১১৪ রানে ফিরে যাওয়ার আগে ৫০ রান করতে খেলেছেন মাত্র ৩২ বল। ৪ আছে ছয়টি ও ৬ তিনটি। দুই ওপেনার ফিরে যাওয়ার পরে বাকি কাজটা সেরে নিয়েছেন রবিন উথাপ্পা ও শুভমান গিল। ১৬ বলে ২৬ রানে উথাপ্পা ও ১০ বলে ৬ রান করে অপরাজিত ছিলেন গিল।

এর আগে নিজেদের মাঠে টস হেরে ৩ উইকেট হারিয়ে মাত্র ১৩৯ রানে থেমে যায় রাজস্থান। ‘মাত্র’ বলার কারণ কলকাতার সামনে ১৪০ রান আর এমন কি! শুরুতেই আজিঙ্কা রাহানের উইকেট হারায় রাজস্থান। মাত্র ৫ রান করেন তিনি। এ পরে জস বাটলার আর স্টিভেন স্মিথের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে রাজস্থান। ৭২ রানের জুটিও গড়েন তাঁরা। ৩৪ বলে ৩৭ রান করে আউট হন বাটলার। ৫৯ বলে ৭৩ রান করে অপরাজিত থাকেন স্মিথ।

এই জয়ে ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে যৌথভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে কলকাতা। সমান সংখ্যক ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানির দিকে রাজস্থান।

About hasan mahmmud

Check Also

ওয়ানডেতে ৬ হাজার রান পূর্ণ সাকিবের

সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেটের সমর্থকরা মজা করে বলে থাকেন ‘বাংলাদেশের জান’। সাকিব যেভাবে উজাড় …

Leave a Reply