সম্প্রতি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে সঙ্গীত শিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক শফিক তুহিনের নতুন গানের মিউজিক ভিডিও ‘দিশেহারা অনুভব।’ শফিক তুহিনের গাওয়া এই গানটি লিখেছেন এস আই শহিদ। গানটির সঙ্গীতায়োজন করেছেন রেজওয়ান শেখ।
লাইভ টেকনোলজিস এর ব্যানারে মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন আলোচিত নির্মাতা অনন্য মামুন। ‘দিশেহারা অনুভব’শিরোনামের এই গানটিতে শফিক তুহিন সহ মডেল হিসেবে আছেন সাঞ্জ জন ও আঁচল। মিউজিক ভিডিওটির প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেজকনোলজিস এর একজন মুখপাত্র জানান গানটির মিওজিক ভিডিও নিয়ে আমরা বেশ আশাবাদী। শফিক তুহিন এ সময়ের একজন প্রতিশ্রুতিশীল কন্ঠশিল্পী। পাশাপাশি অনন্য মামুন তার বিগত বেশ কিছু কাজ এর মাধ্যমে নিজের যোগ্যতার প্রমান রেখেছেন বেশ ভালভাবেই। আমরা আশা করছি দর্শকরা বেশ ভালভাবেই এই ভিডিওটি গ্রহণ করবে।
কন্ঠশিল্পী শফিক তুহিন স্বদেশকে বলেন, ‘দারুণ একটি গান। সঙ্গে ভিডিওটিও চমৎকার হয়েছে। সঙ্গীত ও দৃশ্যায়নের কম্বিনেশন শ্রোতাদের মুগ্ধ করবে। গানটি ফিল্মি ধাঁচের করা হয়েছে বলে সব ধরনের শ্রোতাদের ভাল লাগবে আমার বিশ্বাস বাকিটা আমার সকল শ্রোতা দর্শকদের উপরে।’
Check Also
সুমন হোসেন এবার এশিয়ান ইন্টারন্যাশনাল ফ্যাশন উইকে
বিনোদন ডেস্ক, সম্পাদনায়-আরজে সাইমুর: বাংলাদেশের এই প্রজন্মের জনপ্রিয় ফ্যাশন ফটোগ্রাফার সুমন হোসেন । যে এরই …