হাটি হাটি পা পা করে বাংলাদেশের জনপ্রিয় অনলাইন রেডিও স্বদেশ ডট নেট ৭ম বর্ষে পর্দাপন করলো। রেডিও স্বদেশ ডট নেটের বর্তমানে বর্তমান ফ্যান সংখ্যা প্রায় ৩২ লাখ https:/facebook.com/Radioswadesh.net1/। ফেসবুক কর্তৃক ভেরিফাইড রেডিও স্বদেশ ডট নেট পরিবার দীর্ঘ ৬ বছর নিরলস কাজ করে যাচ্ছে। বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে রেডিও স্বদেশ পৌছে গেছে মানুষের কাছে। রেডিও স্বদেশ ডট নেটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আরজে সাইমুর রহমান এরও আজ শুভজন্মদিন। তিনি জানান- ২০১১ সালে ১৯ সেপ্টেম্বর এ প্রতারনার স্বীকার হয়ে তিনি রেডিও স্বদেশ ডট নেট নিয়ে কাজ করার পরিকল্পনা করেন। সেই থেকেই স্বদেশের পথ চলা । একে এক স্বদেশ পরিবার এখন ৪টি প্রতিষ্ঠান নিয়ে কাজ করছে। স্বদেশ নিউজ২৪, স্বদেশ.টিভি ও স্বদেশ কন্ঠ নিয়ে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা রয়েছে স্বদেশ পরিবারের। স্বদেশ মাল্টিমিডিয়া গ্রুপ নিয়ে কাজ করতে চান আরজে সাইমুর।
১৯ সেপ্টেম্বর রাজধানীর বেইলি রোডে পপাইস কফি ও ফাস্ট ফুড-এ রেডিও স্বদেশ ও আরজে সাইমুর জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সঙ্গীথ জগতের কিংবদন্তী জনপ্রিয় সঙ্গীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ, বিশেষ অতিথি হিসেবে থাকবেন জনপ্রিয় কন্ঠশিল্পী ধ্রুব গুহ ও বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি মো: রফিকুল ইসলাম। সভাপতিত্ব করবেন স্বদেশ মাল্টিমিয়ার চেয়ারম্যান আরজে সাইমুর রহমান। আরও উপস্থিত থাকবেন মিলন মাহমুদ, বেলাল খান, লাবণী, বেলী, সানিয়া রমা, বৃষ্টি, লেমিস, বাধন, সাবরিনা, সোনিয়া নুসরাত, রাকিব মোসাব্বির, ইসরাত পায়েল, চিত্রনায়ক আমান, গীতিকার অনুরূপ আইচ, রেডিও স্বদেশ ডট নেট এর পরিচালক এম.আরমান ও উপদেষ্টা নিজামসহ সঙ্গীত জগতের প্রতিষ্ঠি সঙ্গীত শিল্পীবৃন্দ। অনুষ্ঠানের কফি পার্টনার পপাইস কফি ও ফাস্ট ফুড।