গরিব ও অসহায় পরিবারের পাশে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগ

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের এই দুঃসময়ে নিম্ন আয় ও দিনমজুরদের পাশে দাড়িয়েছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগ।

মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্যাচার্যের নেতৃত্বে

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ নূর আলম আকাশ তার নিজস্ব উদ্যোগে ও অর্থায়নে ১০০ গরিব ও অসহায় পরিবারের মাঝে রোজার ইফতার সামগ্রী আজ সকল ১১ টায় কলেজ ক্যাম্পাসে বিতরণ করেন।

ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে- মুড়ি ,ছোলা,খেজুর,চিনি,,রুহ আফজা।

ইতোমধ্যে বাংলাদেশ ছাত্রলীগের নেতারা বিভিন্ন ল্যাবে নিজস্ব উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার বানিয়ে তা রাস্তায় রাস্তায় মানুষের কাছে বিতরন করেন।

তারই ধারাবাহিকতায় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাসায়নিক ল্যাবে এই হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে তা কলেজের আশেপাশে বিভিন্ন জায়গায় বিনামূল্যে মানুষের হাতে তুলে দেন উক্ত কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এছাড়াও কলেজের আশপাশে রাস্তায়,গাড়ীতে বিভিন্ন জায়গায় নিয়মিত জীবানুনাশক স্প্রে করেছে কলেজ ছাত্রলীগ।

নুর-আলম আকাশ
সাবেক সাংগঠনিক সম্পাদক
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগ

Leave a Reply