প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের উপহার খাদ্য সামগ্রী বিতরন অব্যাহত
আর্ত মানবতার সেবায় করোনার চলমান পরিস্থিতিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান প্রফেসর শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো: মাইনুল হোসেন খাঁন নিখিলের নেতৃত্বে রাজধানীর বিভিন্ন জায়গায় যুবলীগ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরন অব্যাহত রেখেছে।
রাজধানির মিরপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খাঁন নিখিল আজ সকালে সামাজিক দূরত্ব বজায়,পরিমিত স্বাস্হ্যবিধি মেনে নিম্নআয়ের, দিনমজুর ও অসহায় মানুষের মাঝে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী উপহার দেন। খাদ্য সামগ্রী হিসেবে রয়েছে-চাল,ডাল,তেল,পেঁয়াজ,আলু,লবন ইত্যাদি,এছাড়াও নিত্য প্রয়োজনীয় শাকসবজি প্রভৃতি।
ঢাকা মহানগর উত্তর যুবলীগ আগারগাঁও এর ২৭ নং ওয়ার্ডে ৫০০ নিম্নবিত্ত, অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মো: মাইনুল হোসেন খাঁন নিখিল,
এছাড়া উপস্থিত ছিলেন উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক মো: ইসমাইল হোসেন, সহ সভাপতি জাফর ইকবাল, সাব্বির আলম লিটু, যুবলীগের কেন্দ্রীয় নেতা ইন্জি. মুক্তার হোসেন চৌধুরী কামাল, এড. মো: গোলাম কিবরিয়া, ২৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আবু সাদেক ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন।
রাজধানীর তেজগাঁও এর ৯৯ নং ওয়ার্ডে যুবলীগ ৫০০ দিনমজুর, অসহায় মানুষের মাঝে মাছ ও সবজি বিতরন করে। এখনেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মো: মাইনুল হোসেন খাঁন নিখিল, উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক মো: ইসমাইল হোসেন সহ উক্ত কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।
ঢাকা মহানগর দক্ষিন যুবলীগ ৪ দিন ব্যাপী কর্মীদের মাঝে আট হাজার খাদ্য সামগ্রী বিতরনের ২য় দিনের কার্যক্রম সকালে অব্যাহত থাকে। এই বিতরন কার্যক্রম গতকাল যুবলীগের সাধারণ সম্পাদক মো: মাইনুল হোসেন খাঁন নিখিল উদ্বোধন করেন।
আর্ত মানবতার সেবায় করোনা মহামারির বর্তমান পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র নায়ক শেখ হাসিনার নিদের্শে যুবলীগের চেয়ারম্যন প্রফেসর শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো: মাইনুল হোসেন খাঁন নিখিলের নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু ব্যাক্তিগত উদ্যোগে রাজধানীর সূত্রাপুর ও যাত্রাবাড়ির বিভিন্ন এলাকায় দলীয় নিম্নবিত্ত ১০০ কর্মীকে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী উপহার দেন। ২০০ গরিব,অসহায় মানুষের মাঝে ও ৫০ প্রতিবন্ধী,এতিমদের সহ মোট ৩৫০ পরিবারকে প্রয়োজনীয় উপহার খাদ্য সামগ্রী দিয়েছেন।খাদ্য সমগ্রীতে রয়েছে -চাল, ডাল, ছোলা, খেজুর,তেল, আলু, লবন, পেয়াজ,সাবান সহ প্রয়োজনীয় সামগ্রী।
নরসিংদী জেলা যুবলীগ মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় সামগ্রী সবজি বিতরন করেছে। গাজীপুরে কেন্দ্রীয় যুবলীগ নেতা আকরাম হোসেন নিত্য প্রয়োজনীয় ত্রান সামগ্রী বিতরন করেন।
চলমান কোভিড-১৯ করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত প্রবাসী শ্রমিকদের মাঝে নিত্য প্রয়োজনীয় ত্রান বিতরন করেন সৌদি আরব, মদিনা যুবলীগ।