পবিত্র আশুরা ও দেওয়ানবাগ শরীফের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আশেকে রাসূল (সঃ) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মতিঝিলের আরামবাগ দেওয়ানবাগ শরীফে সকাল হতে বাদ যোহর পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ, গবেষক ও ওলামায়ে কেরাম বক্তব্য রাখেন। এছাড়া আরো বক্তব্য রাখেন ইমাম ড. সৈয়দ এ এফ এম নূর-এ খোদা, ইমাম ড. সৈয়দ এ এফ এম কুদরত এ খোদা, ইমাম ড. সৈয়দ এ এফ এম মঞ্জুর এ খোদাসহ অন্যরা। বাদ যোহর সম্মেলনের আহ্বায়ক মহান সংস্কারক সূফী সম্রাট হযরত দেওয়ানবাগী তাঁর মূল্যবান বাণী প্রদানের পর বিশ্ববাসীর শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরী মুনাজাত পরিচালনা করেন।