Breaking News
Home / Entertainment / স্বপ্ন পূরণের ৭ম বর্ষে শিথীর “সিঁদূর”

স্বপ্ন পূরণের ৭ম বর্ষে শিথীর “সিঁদূর”

সম্পাদনায়- আরজে সাইমুর: জনপ্রিয় অনলাইন বুটিক শপ সিঁদূর হাটি হাটি পা পা করে এগিয়ে চলেছে স্বপ্ন পূরনের লক্ষ্যে তারই ধারাবাহিকতায় ইতিমধ্যে মিরপুর ও বসুন্ধরাতে নিজেদের শো-রুম করে নিয়েছে সিঁদূর। ৭ বছর আগে ঠিক এই দিনেই সিঁদূর এর যাত্রা শুরু হয়। সময়ের অন্যতম সফল নারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন আফসানা মীর শিথী। যেই শিথীকে এখন অনেক নতুন নারী উদ্যোক্তা আইকন হিসেবে নিজেরা লড়াইয়ে নেমেছেন। সিঁদূর ইতিমধ্যে নারী উদ্যোক্তাদের নিয়ে ৩য় বারের মত গ্রান্ড গেট টু গেদার আয়োজন করেছে। যেখান থেকে অনেক নারী অনুপ্রাণিত হয়ে আজ তারাও সফলত হবার স্বপ্ন দেখছেন তারাও একদিন শিথীর মত সফল হবেন।

শিথী জানান, আজ সিঁদূর ৭ম বছরে পা রেখেছে। আলহামদুলিল্লাহ। সিঁদুরের ২য় আউটলেট আগামীকাল বসুন্ধরা সিটিতে ওপেনিং এর কথা ছিল, কিন্তু আমার এক্সিডেন্টের জন্য ডেকোরেশন এর কাজ দুদিন পিছিয়ে যায় তাই আগামীকাল ওপেন হচ্ছেনা কিন্তু এই উইকেই হবে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন আমাদের জন্য ।

About RJ Saimur

Check Also

বহুমুখী প্রতিভার অধিকারী সুমা পারভীন

নিজস্ব প্রতিবেদক: জন্মের সময় কোন শিক্ষাই অর্জন করে পৃথিবীতে কেউ আসে না, কেউ ঠকে শিখে …

Leave a Reply