Breaking News
Home / Entertainment / প্রচণ্ড গরমে ঘামের দুর্গন্ধ থেকে বাঁচতে যা করবেন

প্রচণ্ড গরমে ঘামের দুর্গন্ধ থেকে বাঁচতে যা করবেন

Sweat_Bad_Fragnance_Problem_Solution_rtvonline

প্রচণ্ড গরমে শরীর ঘামবে এটাই স্বাভাবিক। কিন্তু এটা থেকে দুর্গন্ধ ছড়ানোটা বেশ অস্বস্তির। ঘাম থেকে দুর্গন্ধ হলে অন্যরা যেমন সমস্যায় পড়েন তেমনি নিজের জন্যও এটা বেশ বিব্রতকর।এই সমস্যা থেকে বাঁচতে কয়েকটি পদ্ধতি মেনে চলতে হবে। দেখে নিন কীভাবে ঘামের দুর্গন্ধ থেকে মুক্তি মিলবে-

  • গোসলের পানিতে কয়েক ফোঁটা গোলাপজল কিংবা ফিটকিরি মিশিয়ে নিন। ঘামে দুর্গন্ধ হবে না।
  • গোসলের আগে শরীরের যেসব স্থানে ঘাম বেশি হয় সেসব স্থানে আলুর টুকরা ঘষে নিন।
  • গোসলের পানিতে কয়েক ফোঁটা গোলাপজল কিংবা ফিটকিরি মিশিয়ে নিন। ঘামে দুর্গন্ধ হবে না।
  • কর্নস্টার্চ, বেকিং সোডা আর পানি একসঙ্গে মিশিয়ে বোতলে ভরে রাখুন। এটি স্প্রে করুন বাহুমূলে। ঘামের দুর্গন্ধ দূর হবে।

About RJ Saimur

Check Also

দুটি কিডনিই ড্যামেজ কলেজ ছাত্রী সাবরিনার, সাহায্যের আবেদন

কলেজ ছাত্রী সাবরিনা। দুটি কিডনিই ড্যামেজ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বাঁচতে হলে কিডনি ট্রান্সপারেন্ট …

Leave a Reply