Breaking News
Home / News / একুশে বইমেলায় আরজে সাইমুরের ‘কন্ঠে বিশ্ব, হৃদয়ে স্বদেশ’ ২১ ফেব্রুয়ারী মোড়ক উন্মোচন!

একুশে বইমেলায় আরজে সাইমুরের ‘কন্ঠে বিশ্ব, হৃদয়ে স্বদেশ’ ২১ ফেব্রুয়ারী মোড়ক উন্মোচন!

সম্পাদনায়-আরজে সাইমুর, স্বদেশ নিউজ২৪.কম: একুশে গ্রন্থমেলায় রেডিও স্বদেশ ডট নেট ও স্বদেশ নিউজ২৪.কমের চেয়ারম্যান আরজে সাইমুরের সম্পাদনায় ছোট গল্পের বই ‘কন্ঠে বিশ্ব, হৃদয়ে স্বদেশ।’ ২১শে ফেব্রুয়ারী সোহরাওয়ার্দী উদ্যান এ বইটির মোড়ক উন্মোচন করা হবে। সে সময় উপস্থিত থাকবেন- বাবিসাস সভাপতি, এজেএফবি সভাপতি, বিশিষ্ট সঙ্গীত শিল্পী, গীতিকার, সাংবাদিক ও ভক্ত এবং শুভাকাঙ্খীরা । বইমেলায় এটি আরজে সাইমুরের সম্পাদনায় প্রথম ছোট গল্পের বই। বইটিতে ৩২টি ছোট গল্প স্থান পেয়েছে। সারা বাংলাদেশ থেকে নির্বাচিত লেখকদের গল্পগুলোই বইটিতে প্রকাশিত হয়েছে । এ ছাড়াও পাঠক বইটিতে পাবেন বৃদ্ধাশ্রম বিষয়ক লেখা, স্বদেশ প্রেম, বাস্তব জীবন ভিত্তিক গল্পসমূহ। বইটি প্রসঙ্গে আরজে সাইমুর বলেন, ‘কন্ঠে বিশ্ব, হৃদয়ে স্বদেশ’ নিয়েই আমি সাহিত্যের অঙ্গনে পা বাড়ালাম, এই বইয়ে অনেক সম্পাভাবনাময় লেখকদের লেখা স্থান পেয়েছে। অনেকের একার পক্ষে বইমেলায় বই প্রকাশ করা সম্ভব হয় না। তাই স্বদেশ পরিবারের পক্ষ থেকে আমি, এমপিএসজেড ও আরমান ভাইয়ের অনুপ্রেরণা- সহযোগিতায় এই উদ্যোগ নিলাম । এখন থেকে প্রতি বছর চেষ্টা করবো বইমেলায় বই প্রকাশ করতে। সম্পাদক প্রায় ৭ বছর ধরে মিডিয়ার সঙ্গে যুক্ত। রেডিও জকি, সাংবাদিকতা দিয়ে পেশা জীবন শুরু করলেও পাশাপাশি মিডিয়া অর্গানাইজার হিসেবে পরিচিত। তার বাবা হাবিবুর রহমান ও মা শাহানা বেগম। বইটির মূল্য ৩০০ টাকা। পাওয়া যাচ্ছে মডার্ণ প্রকাশনীর ১১৫ নং স্টলে (সোহরাওয়ার্দী উদ্যান)। স্বদেশের সকল ভক্কদের জন্য বিশেষ ছাড় রয়েছে। আর সার্বিক সহযোগিতায় ধারা মাল্টিমিডিয়া।

About admin

Check Also

ইষ্ট ওয়েস্টর ছাত্র শান্তর অভিনব প্রতারণা, লুকিয়ে বিয়ে, শরীর ভোগ ও শিশু হত্যা

নিজস্ব প্রতিনিধি: ইষ্ট ওয়েস্টে ইউনিভার্সিটির আইন বিভাগের শেষ বর্ষের ছাত্র হাসিবুল হাসান শান্ত কলেজ ছাত্রীর …

Leave a Reply