Breaking News
Home / News / সফলভাবে ‘ফান ডিবেট প্রিমিয়ার লীগের চূড়ান্ত পর্ব-১’ সম্পন্ন!

সফলভাবে ‘ফান ডিবেট প্রিমিয়ার লীগের চূড়ান্ত পর্ব-১’ সম্পন্ন!

debateসম্পাদনায়-সাইমুর রহমান: ‘বিতর্কে রম্য এনে তুলে ধরি জগতটাকে’ এই শ্লোগানকে সামনে রেখে গত ১৩ই জানুয়ারি থেকে ২৬ই জানুয়ারি, ২০১৬ ইং তারিখে  পুরান ঢাকার ‘গেণ্ডারিয়া হাই স্কুল’ ক্যাম্পাসে  এবং ‘নতুন সময় টেলিভিশন’  স্টুডিওতে জাতীয় বিতর্ক সংগঠন ‘বাংলাদেশ ডিবেট ওয়ারিওরস’ ও ‘নতুন সময় টেলিভিশন’ আয়োজন করে ‘ফান ডিবেট প্রিমিয়ার লীগ ২০১৫-১৬’ এর  ‘চূড়ান্ত পর্ব-১’ ।    গত বছরের অগাস্ট মাস থেকে শুরু হতে যাওয়া রম্য বিতর্কের উপর প্রথম টেলিভিশন  রিয়্যালিটি শো ‘ফান ডিবেট প্রিমিয়ার লীগ ২০১৫-১৬’ এর ঢাকা ও ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা,বরিশাল, সিলেট এবং  রংপুর বিভাগ এর থানা, জিলা ও বিভাগীয় বাছাই পর্ব অনুষ্ঠিত হয় যথাক্রমে কল্যাণপুর গার্লস স্কুল ঢাকা, কুইন মেরী স্কুল চট্টগ্রাম, বুলবুল কলেজ পাবনা, বাগেরহাট পিসি কলেজ, হোটেল ক্রিস্টাল ইন ভোলা, মৌলভীবাজার ইম্পেরিয়াল কলেজ এবং  রংপুর জিলা স্কুল ক্যাম্পাসে । সারা দেশ থেকে বাছাইকৃত সেরা ১০০ জন ক্ষুদে বিতার্কিকদের মধ্য থেকে  সেরা ২৪ জন কে নির্বাচন করে গড়ে তোলা হয় দেশের ৮ টি বিভাগের ৩ সদস্য বিশিষ্ট রম্য বিতর্কের ৮ টি দল। দলগুলির নাম ছিল ঐতিহ্যবাহী ঢাকা, মৎস্য কন্যা চট্টগ্রাম, মনোমুগ্ধকর ময়মনসিংহ, রসালো রাজশাহী, সুন্দরী খুলনা, বালামচাল বরিশাল, সুনিপুণ সিলেট এবং  রঞ্জিত রংপুর। ৮ টি দল তর্কযুদ্ধে অবতীর্ণ হয় প্রথম পর্ব, কোয়ার্টার ফাইনাল,  সেমি ফাইনাল ও ফাইনাল পর্বে যথাক্রমে সংসদীয়, জুটি, আদালত ও প্ল্যানচেট বিতর্ক প্রতিযোগিতায় যেখানে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ‘ঐতিহ্যবাহী ঢাকা’ ও রানার আপ হয় ‘মনোমুগ্ধকর ময়মনসিংহ’। শ্রেষ্ঠ বক্তা ঐতিহ্যবাহী ঢাকার দলনেতা ফারিহা চৌধুরী। এছাড়া প্রত্যেক পর্বের ‘ডিবেটার অব টা ম্যাচদের’  নিয়ে অনুষ্ঠিত হয় বেলুন বিতর্ক যেখানে ‘ডিবেটার অব দা টুর্নামেন্ট’ হয়  বরিশালের  বিতার্কিক রুকাইয়া তাসনিম। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে ‘নতুন সময় টেলিভিশন’ এর পরিচালক জনাব শওগাত হোসাইন বাবলু এবং ইউসিমাস বাংলাদেশ লিমিটেড এর চেয়ারম্যান জনাব আহসান কবির। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘নতুন সময় টেলিভিশন’ এর প্রধান নির্বাহী কর্মকর্তা এমদাদুল হক বিপ্লব, গেণ্ডারিয়া হাই স্কুল ও কল্যাণপুর গার্লস স্কুল ঢাকার প্রধান শিক্ষক ও বিতর্কের মডারেটরবৃন্দ, ইউসিমাস বাংলাদেশ লিমিটেড এর এইচ আর ম্যানেজার জান্নাথুল ফেরদৌস ও পি আর ডি লিডার আল আমিন এবং ‘বাংলাদেশ ডিবেট ওয়ারিওরস’ এর মডারেটর প্রফেসর মোঃ মাহবুবুর রহমান এবং প্রধান উপদেষ্টা নাহিদ সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘বাংলাদেশ ডিবেট ওয়ারিওরস’ ও ‘ফান ডিবেট প্রিমিয়ার লীগ’ এর  ফাউনডার/চেয়ারম্যান জনাব এম এ নাহিয়ান। এফ ডি পি এল এবং  বি ডি ডব্লিউ  সভাপতি এম এ নাহিয়ান বলেন, “ আমরা  বাংলাদেশ ডিবেট ওয়ারিওরস চাই ফান ডিবেট প্রিমিয়ার লীগ  এর পরবর্তী প্রতিযোগিতাগুলি দেশ ও দেশের বাইরের বিতার্কিকদের মধ্যে আয়োজন করতে,  যাতে আমরা গর্ব করে বলতে পারি আর বাইরের দেশের অনুকরন নয় বাংলাদেশ নিজের মেধায় নতুন ধরনের টেলিভিশন  রিয়্যালিটি শো বানাতে পারে,  যাকে অনুকরন করবে বাইরের দেশ ও  তাদের টি ভি চ্যানেলগুলো”।  দেশব্যাপী এই রিয়্যালিটি শোতে  বিচারক ও প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বিতার্কিক আল মামুন রাসেল ও রাজ কিশোর বিশ্বাস,  ‘বি এস এইচ আর এম’  এর ইসি মেম্বার আব্দুল্লাহ আল মামুন, ‘বাংলাদেশ ডিবেট ওয়ারিওরস’ এর কো মডারেটর আমানুল্লাহ ও বিতর্ক সম্পাদক রেহনুমা তাসনিম। এছাড়াও দর্শকদের নিয়ে রম্যের  সেশন পরিচালনা করেন কলকাতার জি বাংলা মিরাক্কেল এর পারফর্মার আল মামনুন জামান এবং বুনো পায়রার রাজু। ‘ফান ডিবেট প্রিমিয়ার লীগ’ এর সার্বিক সহযোগী হিসেবে আছে  ইউসিমাস বাংলাদেশ লিমিটেড, দৈনিক ইত্তেফাক, মেগি ন্যুডলস, সিটি এফ এম, রেডিও স্বদেশ, স্বদেশ নিউজ ২৪ ডট কম, নতুন সময় ডট কম, আয়না টিভি ডট কম টিশার্ট, সাইকো ক্লিক্স, বাংলাদেশ আইটি ডট কম, টিফিনের ফাঁকে ম্যাগাজিন  ও তাহরিমা ফটোগ্রাফি ।

About RJ Saimur

Check Also

দুটি কিডনিই ড্যামেজ কলেজ ছাত্রী সাবরিনার, সাহায্যের আবেদন

কলেজ ছাত্রী সাবরিনা। দুটি কিডনিই ড্যামেজ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বাঁচতে হলে কিডনি ট্রান্সপারেন্ট …

Leave a Reply