পোশাকে বৈশাখের ছাপ নতুন রূপে ।

পয়লা বৈশাখকে সামনে রেখে রাজধানীর নিউমার্কেটের ব্লকের কারিগরদের ব্যস্ততা বেড়ে যায়। নারীরা চান তাদের পোশাকে ফুটে উঠুক বৈশাখের রং ও নকশা। কাঠে খোদাই করা নকশার ব্লকে রং লাগিয়ে কাপড়ে ছাপ দিয়ে যাচ্ছেন কারিগরেরা। একটি শাড়ি ও একটি থ্রিপিসে ব্লকের কাজ করাতে খরচ হয় ৩৫০ টাকা করে। বেডশিটে ব্লকের কাজ করাতে খরচ হবে ১ হাজার ৪০০ টাকা। টেবিল ক্লথের জন্য খরচ ১৫০ টাকা। এই খরচ নির্ভর করে নকশা ও রঙের ওপর; যত বেশি নকশা ও রং, খরচ তত বেশি

Leave a Reply