Breaking News
Home / News / পোশাকে বৈশাখের ছাপ নতুন রূপে ।

পোশাকে বৈশাখের ছাপ নতুন রূপে ।

পয়লা বৈশাখকে সামনে রেখে রাজধানীর নিউমার্কেটের ব্লকের কারিগরদের ব্যস্ততা বেড়ে যায়। নারীরা চান তাদের পোশাকে ফুটে উঠুক বৈশাখের রং ও নকশা। কাঠে খোদাই করা নকশার ব্লকে রং লাগিয়ে কাপড়ে ছাপ দিয়ে যাচ্ছেন কারিগরেরা। একটি শাড়ি ও একটি থ্রিপিসে ব্লকের কাজ করাতে খরচ হয় ৩৫০ টাকা করে। বেডশিটে ব্লকের কাজ করাতে খরচ হবে ১ হাজার ৪০০ টাকা। টেবিল ক্লথের জন্য খরচ ১৫০ টাকা। এই খরচ নির্ভর করে নকশা ও রঙের ওপর; যত বেশি নকশা ও রং, খরচ তত বেশি

About hasan mahmmud

Check Also

দুটি কিডনিই ড্যামেজ কলেজ ছাত্রী সাবরিনার, সাহায্যের আবেদন

কলেজ ছাত্রী সাবরিনা। দুটি কিডনিই ড্যামেজ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বাঁচতে হলে কিডনি ট্রান্সপারেন্ট …

Leave a Reply