সবার ‘প্রাইভেট প্র্যাকটিস’ বন্ধ চান ডা. জাফরুল্লাহ

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা চিকিৎসক জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, সরকারি বেতনভুক্ত সবার প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করতে হবে। শিক্ষকদের কোচিং বন্ধের রায় প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

আজ মঙ্গলবার বিকেলে এক আলোচনা সভায় অংশ নিয়ে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘কোচিং বন্ধের রায় নিশ্চয়ই ভালো রায়। এটাতে না করা যাবে না। কিন্তু এটা একতরফা রায়। আজকে কিছু কিছু সরকারি কর্মচারী প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন, কিছু কিছু করতে পারবেন না, এটা কী করে হয়। সরকারি বেতনভুক্ত কারওই প্রাইভেট প্র্যাকটিস করা উচিত না।’ এই চিকিৎসক বলেন, সরকারি আইনজীবী, চিকিৎসক, কারওরই প্রাইভেট প্র্যাকটিস থাকা উচিত না।

সম্প্রতি হাইকোর্ট শিক্ষকদের কোচিং বাণিজ্য নিয়ে একটি রায় দিয়েছে। এই রায়ে ২০১২ সালে সরকারের করা নীতিমালা বৈধ ঘোষণা করেছেন আদালত। সরকারি-বেসরকারি বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার কোনো শিক্ষক তার নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে কোচিং করাতে বা প্রাইভেট পড়াতে পারবেন না বলা রয়েছে। গত বৃহস্পতিবার হাইকোর্টর একটি বেঞ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং-বাণিজ্য বন্ধে সরকারের করা এই নীতিমালা বৈধ ঘোষণা করে রায় দিয়েছেন।

Leave a Reply