রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন কবি আল মাহমুদের অবস্থা অপরিবর্তনীয় রয়েছে। মঙ্গলবার দুপুরে এক ব্রিফিংয়ে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এ কথা জানিয়েছেন। চিকিৎসকেরা বলেন, কবি আল মাহমুদের অবস্থা অপরিবর্তনীয়। এখন যে অবস্থায় আছেন, এই অবস্থায় থাকলে দুই দিনের মধ্যে তাঁকে কেবিনে স্থানান্তর করা হবে।
দুপুরে হাসপাতালে কবির ছেলেমেয়ে, নাতি-নাতনিসহ অন্যান্য আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন। আগামী দুই-এক দিনের মধ্যে আইসিইউ থেকে কেবিনে হস্তান্তরের খবরে তাঁদের মধ্যে স্বস্তি এসেছে। আল মাহমুদের বড় মেয়ে মীর আতিয়া দেশবাসীর কাছে কবির জন্য দোয়া চেয়েছেন।