রাঙামাটির কাপ্তাই উপজেলায় জনসংহতি সমিতির (এমএনলারমা) এক কর্মী ও তার বন্ধুকে গুলি করে হত্যা করা হয়েছে।
সোমবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার রাইখালীর কারিগর পাড়ায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন জনসংহতি সমিতির কর্মী মংসিনু মারমা ও তার বন্ধু ছাত্রলীগ কর্মী জাহিদ।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, জনসংহতি সমিতি এমএনলারমা গ্রুপের কর্মী মংসিনু মারমা ও তার বন্ধু ছাত্রলীগ কর্মী জাহিদ কারিগর পাড়ায় একটি দোকানের সামনে অবস্থান করছিলেন। এসময় মোটরসাইকেলে করে এসে মুখোশ পরিহিত দুর্বৃত্তরা তাদের গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ উদ্দিন (ওসি) আরটিভি অনলাইনকে বলেন, গুলিতে দুইজন নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটতে পারে