Breaking News
Home / News / মোদি সরকার গড়তে পারবেন তো?

মোদি সরকার গড়তে পারবেন তো?

২০১৪ সালের ফলাফল ধরে রাখতে পারবে না বিজেপি। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির আসন কমবে। টাইমস নাউ–ভিএমআরের সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। আজ বৃহস্পতিবার সংবাদমাধ্যমে প্রকাশিত ওই সমীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, লোকসভা নির্বাচনে এবার ২১৫টি আসন পেতে পারে বিজেপি। বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ পাবে ২৫২টি আসন। ৫৪৩ আসনের লোকসভার সরকার গড়তে লাগবে ২৭২টি আসন। তাই বিজেপির সরকার গঠন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

গত লোকসভা নির্বাচনে বিজেপি একা পেয়েছিল ২৮২টি আসন। সমীক্ষায় বলা হয়েছে, কংগ্রেস একা পাবে ৯৬টি আসন। গত নির্বাচনে পেয়েছিল ৪৪টি আসন। আর কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ পাবে ১৪৭টি আসন। ফলে, ইউপএর একার পক্ষেও সরকার গড়া সম্ভব হবে না। পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে ৩২টি পাবে তৃণমূল। বিজেপি পাবে ৯টি এবং কংগ্রেস বা ইউপিএ পাবে একটি আসন। বাম দল কোনো আসন পাবে না। ২০১৪ সালে তৃণমূল পেয়েছিল ৩৪টি আসন। কংগ্রেস ৪টি, বিজেপি ২টি এবং বাম দল সিপিএম পেয়েছিল ২টি আসন।

সমীক্ষায় বলা হয়েছে, উত্তর প্রদেশের ৮০টি আসনের মধ্যে এসপি-বিএসপি জোট পেতে পারে ৫১টি আসন। এনডিএ ২৭টি, ইউপিএ ২টি আসন।
মহারাষ্ট্রের ৪৮টি আসনের মধ্যে এনডিএ ৪৩ ও ইউপিএ ৫টি।
বিহারের ৪০টি আসনের মধ্যে এনডিএ ২৫ ও ইউপিএ ১৫।
তামিলনাড়ুর ৩৯টি আসনের মধ্যে ইউপিএ ৩৫ এবং এআইএডিএমকে ৪টি আসন।
মধ্যপ্রদেশের ২৯টি আসনের মধ্যে এনডিএ ২৩ ও ইউপিএ ৬।
কর্ণাটকের ২৮টি আসনের মধ্যে ইউপিও ও এনডিএ পাবে ১৪টি করে আসন।
গুজরাটের ২৬টি আসনের মধ্যে এনডিএ ২৪টি ও ইউপিএ ২টি।
অন্ধ্র প্রদেশের ২৫টি আসনের মধ্যে ওয়াইএসআর কংগ্রেস পার্টি ২৩টি এবং টিডিপি বা তেলেগু দেশম পার্টি ২টি আসন।
রাজস্থানের ২৫টি আসনের মধ্যে এনডিএ ১৭টি এবং ইউপিএ ৮টি।
ওডিশার ২১টি আসনের মধ্যে এনডিএ ১৩টি ও বিজেপি ৮টি আসন।
কেরালার ২০টি আসনের মধ্যে বাম জোট ইউডিএফ পাবে ১৬টি এবং কংগ্রেস জোট এলডিএফ পাবে ৩টি আর এনডিএ পাবে ১টি আসন।
তেলেঙ্গানার ১৭টি আসনের মধ্যে চন্দ্রশেখর রাওয়ের টিআরএস পাবে ১০টি, ইউপিএ পাবে ৫টি আসন ।
ঝাড়খন্ডের ১৪টি আসনের মধ্যে ইউপিএ ৮টি এবং এনডিএ ৬টি আসন।
আসামের ১৪টি আসনের মধ্যে এনডিএ ৮টি, ইউপিএ ৩টি এবং অন্যরা ২টি আসন।
পাঞ্জাবের ১৩টি আসনের মধ্যে ইউপিএ ১২ এবং আম আদমি পার্টি ১টি।
ছত্তিশগড়ের ১১টি আসনের মধ্যে ইউপিএ ৬টি ও এনডিএ ৫টি।
হরিয়ানার ১০টি আসনের মধ্যে এনডিএ ৮টি ও ইউপিএ ২টি আসন।
দিল্লির ৭টি আসনের মধ্যে এনডিএ ৬টি আর আম আদমি পার্টি ১টি আসন।
জম্মু ও কাশ্মীরের ৬টি আসনের মধ্যে ন্যাশনাল কনফারেন্স ৪টি, এনডিএ ১টি ও ইউপিএ ১টি আসন।
উত্তরাখন্ডের ৫টি আসনের মধ্যে এনডিএ পাবে ৫টি আসন।
হিমাচল প্রদেশের ৪টি আসনের মধ্যে এনডিএ ৩টি এবং ইউপিএ ১টি আসন।এ ছাড়া অরুণাচল প্রদেশের ২টি আসন পাবে এনডিএ। ত্রিপুরার ২টি আসন এনডিএ, গোয়ার ২টি আসনের মধ্যে একটি এনডিএ ও একটি ইউপিএ পাবে। নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়ের একটি করে আসনের ৩টিই পাবে এনডিএ। সিকিমের একমাত্র আসনটি পাবে স্থানীয় দল। দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একটি করে আসনের ৩টিই পাবে এনডিএ। তবে চণ্ডীগড়ের আসনটি পাবে ইউপিএ। লাক্ষাদ্বীপের একমাত্র আসনটি পাবে এনসিপি এবং পুদুচেরিরও একমাত্র আসনটি পাবে এনডিএ।

আগামী এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ভারতের ২৯টি রাজ্য এবং ৭টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৪৩টি লোকসভা আসনের। এই নির্বাচন নিয়ে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম সমীক্ষা অব্যাহত রেখেছে।

About admin

Check Also

বহুমুখী প্রতিভার অধিকারী সুমা পারভীন

নিজস্ব প্রতিবেদক: জন্মের সময় কোন শিক্ষাই অর্জন করে পৃথিবীতে কেউ আসে না, কেউ ঠকে শিখে …

Leave a Reply