এ্যাড. ফজলে রাব্বীকে গাইবান্ধা জেলা ছাত্রলীগ নেতা বাঁধনের ফুলেল শুভেচ্ছা

আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে সপ্তমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এ্যাড. ফজলে রাব্বী মিয়াকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন গাইবান্ধা জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি শেখ নাজিমুদ্দৌলা বাঁধন।
গতকাল সকালে নাজিমুদ্দৌলা বাঁধন সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে নবনির্বাচিত সাংসদ এ্যাড. রাব্বীর সাঘাটা উপজেলার নিজবাড়ীতে উপস্থিত হয়ে তার হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানানসহ সৌজন্য সাক্ষাত করেন।
উল্লেখ্য, এ্যাড. ফজলে রাব্বী মিয়া গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে তিনি ২ লাখ ৪২ হাজার ৮৬১ ভোট পেয়ে বিজয়ী হন। ফজলে রাব্বী মিয়া এরআগে ৬ বার বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। ৩য়, ৪র্থ, ৫ম, ৭ম, ৯ম ও ১০ম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হন তিনি। ১৯৯০ সালে আইন বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব¡ও পালন করেছেন। দশম সংসদে ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন।

Leave a Reply