নিউজ ডেস্ক, সম্পাদনায়-সাইমুর রহমান:
মোহাম্মদপুর টাউন হল মাঠে আজ ১১ জানুয়ারি ২০২৬, রবিবার সকাল ১০টা থেকে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প ২০২৬। লায়ন্স ক্লাব অব ঢাকা খামারবাড়ি ও সেবা ওমেন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই মেডিক্যাল ক্যাম্পে প্রায় ৫০০ জন রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।
এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা ছাড়াও বক্ষব্যাধি, হৃদরোগ, চক্ষু, চর্ম, গাইনি, মেডিসিনসহ বিভিন্ন বিভাগের চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ বিতরণ এবং স্বাস্থ্য সচেতনতা বিষয়ক পরামর্শ দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন এ কে এম গোলাম ফারুক, জেলা গভর্নর, জেলা ৩১৫ এ-১, বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাদার চন্দন গোমেজ, সিএসসি, অধ্যক্ষ, সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুল।
এছাড়াও উপস্থিত ছিলেন সেবা ওমেন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তানিয়া শারমিন, সেক্রেটারি হালিদা পারভিন, ভাইস প্রেসিডেন্ট নাজমা সরকার, আফলাতুন নাহার এবং নাজনিন সুলতানা, সুরাইয়া আক্তারসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাজল ইসলাম, শাহিন সুলতানা মুনা, জনপ্রিয় কণ্ঠশিল্পী নাদিরা মুক্তা, সাবিকুন ফেরদৌস, বিভিন্ন বিভাগের সম্মানিত চিকিৎসক, সমাজসেবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে লায়ন এ কে এম গোলাম ফারুক বলেন,
“চিকিৎসা একটি মানবিক সেবা। দল-মত নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে সমাজ ও মানবতার কল্যাণ সাধন করা যায়। সেবা ওমেন ফাউন্ডেশন এ ধরনের মহৎ কাজ নিয়মিতভাবে করে যাচ্ছে—যা সত্যিই প্রশংসনীয়।”

সেবা ওমেন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তানিয়া শারমিন বলেন,
“সমাজের সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। এই মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে আমরা সাধারণ মানুষের দোরগোড়ায় প্রাথমিক চিকিৎসা পৌঁছে দিতে পেরেছি।”

সংগঠনের সহ-সভাপতি আফলাতুন নাহার বলেন,
“শুধু ফ্রি চিকিৎসা নয়, স্বাস্থ্যবিধি মেনে উন্নত ও স্বাস্থ্যকর জীবনযাপন বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে ভবিষ্যতেও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।”

আগামীতে আরও বড় পরিসরে এ ধরনের মানবিক ও সমাজকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন সেবা ওমেন ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি হালিদা পারভিন।
উল্লেখ্য, পুরো ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পটি সরাসরি সম্প্রচার করে আরজে সাইমুর রহমানের পরিচালনায় স্বদেশ টিভি।
অনুষ্ঠানের শেষে আয়োজকরা মিডিয়া প্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ অতিথি ব্রাদার চন্দন গোমেজ উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করেন উপস্থিত বিশিষ্টজনেরা।
