অাকাশ সেন ও কনার গানে কোরিওগ্রাফার মাইকেল বাবু ও রতন

বিনোদন প্রতিবেদক: ঢাকাই শোবিজের অন্যতম সৃজনশীল ও ব্যস্ত কোরিওগ্রাফার মাইকেল বাবু ও রতন। বেশ কয়েকটি ছবিসহ মিউজিক ভিডিও’র কাজে ব্যস্ত সময় পার করছেন তারা। আসন্ন শারদীয় দুর্গাপূর্জা উপলক্ষ্যে বিগ বাজেটের দু’টি মিউজিক ভিডিও’র কাজ শেষ করেছেন ইতিমধ্যে। ‘বাব্দালী বাবু’ ও ‘রঙিলা পিকচার’ শিরোনামে মিউজিক ভিডিও দুটিতে একসঙ্গে কাজ করেছেন আকাশ সেন-সামিনা জামান এবং আকাশ সেন-মাসুদা রানী। নাজিব মাহমুদের কথা ও সুরে গান দুটিতে কন্ঠ দিয়েছেন আকাশ সেন, সহশিল্পাী কণা। বি.কে শাহীনের পরিচালনায় এতে কাজ করেছে মাইকেল বাবু-রতনের ডান্স গ্রুপ। ডিওপি সানী খান, আর্ট ডিরেক্টর আমিনুল ইসলাম। সজিবুজ্জমান দীপুর সম্পাদনায় গানদুটি দুর্গাপূজার তিনদিন আগে ‘জেডএস এন্টারটেইনমেন্ট’ এর ইউটিউব চ্যানেলে প্রচার করা হবে। এ প্রসঙ্গে পরিচালক বি.কে শাহীন বলেন, ‘দুর্গাপূজা বাঙালীর উৎসব, বাংলার উৎসব। দর্শক শ্রোতাদের চাহিদার কথা মাথায় রেখে যুগপযোগি ও রোমান্টিক ধাচের দু’টি মিউজিক ভিডিও করেছি। কোরিওগ্রাফার মাইকেল বাবু ও রতনের দক্ষতায় ভাল ভাবে কাজ শেষ করতে পেরেছি। সম্পাদনার কাজ চলছে, দুর্গা পূজার তিনদিন আগে প্রকাশ করা হবে।’ কোরিওগ্রাফার মাইকেল বাবু ও রতন বলেন, ‘বিগ বাজেটের দু’টি মিউজিক ভিডিও। এ কারণে সবার আগে নিজেদের ও গ্রুপের ছেলে-মেয়েদের তৈরী করতে হয়েছে। পরিচালক বি.কে শাহীনসহ সবার সঙ্গে কাজ করতে খুব ভাল লেগেছে। পরিশেষে দর্শকের ভাল লাগার জন্য, ভাল লাগার মত দু’টি মিউজিক ভিডিও তৈরি করেছি। আশাকরি সকলে গানদুটি সাদরে গ্রহণ করবে।

Leave a Reply