ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ৭ দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ঢাকা-০৬ নিবার্চনী আসনের অন্তভুক্ত সূত্রাপুর, কোতয়ালী, ওয়ারী ও গেন্ডারিয়ার সকল ওয়ার্ড নিয়ে মঙ্গলবার ২ অক্টোবর বিকাল ৪.০০ ঘটিকায় ধোলাইখাল ঘোড়া মাঠের সামনে এক যুব সমাবেশের আয়োজন করা হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের সভাপতি ইসমাঈল চৌধুরী সম্রাট। বিশেষ অতিথি হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা। সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের সহ সভাপতি আলী আকবর বাবুল ও সমাবেশ পরিচালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু।
আরো বক্তব্য রাখেন- ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের সহ সভাপতি মাঈনুদ্দিন রানা সহ সভাপতি সরোয়ার হোসেন মনা, সহ সভাপতি সোহরাব হোসেন স্বপন,সহ সভাপতি হারুন অর রশীদ, সহ সভাপতি মাহাবুবুর রহমান পলাশ, সহ সভাপতি মোরসালিন আহমদ, সহ সভাপতি খোরশেদ আলম মাসুদ। যুগ্ম সাধারন সম্পাদক জাফর আহমেদ রানা, সাংগঠনিক সম্পাদক কাজী ইব্রাহীম খলিল মারুফ, প্রচার সম্পাদক আরমান হক বাবু, দপ্তর সম্পাদক এমদাদুল হক। আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গোফরান গাজী, শিল্প ও বাণিজ্য সম্পাদক ওমর শরীফ পলাশ, উপ মুক্তিযোদ্ধা সম্পাদক রিয়াজ উদ্দিন ফালান, সহ সম্পাদক হারুন অর রশীদ, সহ সম্পাদক খোরশেদ আলম মজুমদার, কাযকরী সদস্য আবু তাহের মুন্সী মোস্তাফিজুর রহমান তপু।
প্রধান অতিথি ইসমাঈল চৌধুরী সম্রাট বলেন- ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের সকল নেতাকর্মীকে আগামী নিবার্চনে রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনার জন্য এবং দেশের চলমান বিএনপির নৈরাজ্য ও বিশৃখ্লা প্রতিহত করে সাধারণ জনগণের কাছে নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে দিনরাত পরিশ্রম করতে হবে।
দেশের ১৬ কোটি মানুষ বিশ্বাস করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানেই গণতন্ত্র ও উন্নয়ন। ভোট ও ভাতের অধিকার। শেখ হাসিনা মানেই দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো।
তিনি আরও বলেন, বিএনপি-জামায়াতে কোনো ষড়যন্ত্র আগামী নির্বাচন বানচাল করতে পারবেনা। নির্বাচন বানচালের যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবলীগের নেতাকর্মীরা সজাগ থাকবে। যুবলীগের নেতাকর্মী বেঁচে থাকলে শেখ হাসিনার উন্নয়নের গতিপথ কেউ রোধ করতে পারবে না।
যুবকদের উদ্দেশ্যে যুবনেতা বলেন, যুবলীগে কোনো চাঁদবাজ, সন্ত্রাস ও বেয়াদবের স্থান নেই। যুবলীগ করলে কিছু নিয়ম মেনে চলতে হয়।
সমাবেশ পরিচালক ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু বলেন-ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের সভাপতি ইসমাঈল চৌধুরী সম্রাট ভাইয়ের আদেশে আজ থেকেই ঢাকা দক্ষিন যুবলীগের সব কর্মীরা প্রস্তুত। সভাপতি প্রানপ্রিয় সম্রাট ভাইয়ের আদেশ মোতাবেক দিনরাত পরিশ্রম করবে যুবলীগ দক্ষিন ।
আগামী ৫ তারিখে রাজধানীতে যুবসমাবেশ করা হবে বলেও জানান দক্ষিণ যুবলীগের সভাপতি।