বই মেলায় আবারো আসছে রেডিও স্বদেশের পাঠকদের লেখা বই

বই মেলায় আবারো আসছে রেডিও স্বদেশের পাঠকদের লেখা বই। আগের মতই আবারো রেডিও স্বদেশে পাঠক-পাঠিকা ও লেখকদের গল্প দিয়ে বই মেলা ২০১৯ এ আসবে বই। তাই গল্প সংগ্রহ এর ঘোষনা দিয়েছেন রেডিও স্বদেশ. নেটের চেয়ারম্যান আরজে সাইমুর রহমান। সহযোগিতায়- জুহা ওয়াল্ড এর প্রতিষ্ঠাতা আরমান উজ জোহা। বইয়ের জন্য লেখা সংগ্রহ এর তারিখ রেডিও স্বদেশ এর পেজ ও গ্রুপ এ জানাবো হবে।

আগামী বই মেলাতে স্বদেশ পরিবার আপনাদের লেখা গল্প থেকে বাছাই করে একটি গল্পের বই প্রকাশ করবে।
তাই আপনারা গল্প লিখে প্রস্তুত হোন। শিঘ্রই সময় জানানো হবে আপনাদের।
ধন্যবাদ।।

Leave a Reply