বই মেলায় আবারো আসছে রেডিও স্বদেশের পাঠকদের লেখা বই। আগের মতই আবারো রেডিও স্বদেশে পাঠক-পাঠিকা ও লেখকদের গল্প দিয়ে বই মেলা ২০১৯ এ আসবে বই। তাই গল্প সংগ্রহ এর ঘোষনা দিয়েছেন রেডিও স্বদেশ. নেটের চেয়ারম্যান আরজে সাইমুর রহমান। সহযোগিতায়- জুহা ওয়াল্ড এর প্রতিষ্ঠাতা আরমান উজ জোহা। বইয়ের জন্য লেখা সংগ্রহ এর তারিখ রেডিও স্বদেশ এর পেজ ও গ্রুপ এ জানাবো হবে।
আগামী বই মেলাতে স্বদেশ পরিবার আপনাদের লেখা গল্প থেকে বাছাই করে একটি গল্পের বই প্রকাশ করবে।
তাই আপনারা গল্প লিখে প্রস্তুত হোন। শিঘ্রই সময় জানানো হবে আপনাদের।
ধন্যবাদ।।