রোমান্টিক গানে আরেফিন রুমী ও মডেল প্রিয়াংকা জামান (ভিডিওসহ)

rumi-priyaসম্পাদনায়, আরজে সাইমুর, স্বদেশ নিউজ২৪.ক: পবিত্র ঈদুল ফিতর ঈদের সকালে প্রকাশ পেল জনপ্রিয় কন্ঠশিল্পী আরেফিন রুমীর এক পলকে গানের মিউজিক ভিডিও। গানটি লিখেছেন এইচ এম রিপন। গানটির সুর করেছেন অমিত। গানটিতে কন্ঠ ও সঙ্গীত পরিচালনা করেছেন জনপ্রিয় কন্ঠশিল্পী আরেফিন রুমী। রোমান্টিক এই গানটিতে বাশি বাজিয়েছেন কামরুল আহমেদ। গানটির মিউজিক ভিডিওতে মডেল হিসেবে আরেফিন রুমী ও প্রিয়াংকা জামান অভিনয় করেছেন। প্রিয়াংকা জামান টিভিসিতে কাজ করেছেন অনেক। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সামসুল হুদা। গানটি মাই সাউন্ড এর ব্যানারে প্রকাশিত হয়েছে। গানে ড্যান্স কোরিওগ্রাফি করেছেন হাবিব। ড্রেস ডিজাইনার আদি অভি। ডিওপি সাইম সাহিল। মেকআপ আরিফ।

জনপ্রিয় কন্ঠশিল্পী আরেফিন রুমীর এক পলকে গানের মিউজিক ভিডিও..

 

Leave a Reply