গত ১৫ মে ইন্টারন্যাশনাল ফ্যাশন চেইন “গিগল বাংলাদেশ” ধানমন্ডির রাপা প্লাজায় জমকালো আয়োজনে ৪র্থ শাখার শুভ উদ্ধোধন হয় ।৪র্থ শাখার উদ্বোধন করেন গিগল ব্যান্ড মডেল চিত্রনায়িকা সানজানা মিতু সাথে ছিলেন “গিগল বাংলাদেশ” এর চেয়ারম্যান এনায়েত হোসেন ও “গিগল ইন্ডিয়া” এর চেয়ারম্যান সুচেতা মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন সময়ের আলোচিত মডেল ও চিত্রনায়ক শিপন, কন্ঠশিল্পী জান্নাত পুষ্প, রেডিও স্বদেশ.নেট ও স্বদেশ.টিভির চেয়ারম্যান আরজে সাইমুর রহমান এবং কাজী নওরিন, গিগল টিভিসি এর পরিচালক তানভির, মডেল ইমরান খানসহ আরো অনেকে। অনুষ্ঠানের সঞ্চালক ছিল অহনা। গিগল বাংলাদেশ চেয়ারম্যান এনায়েত হোসেন বলেন- গিগল মানেই হাসিখুশী তারা।গিগল ইন্টারন্শনাল ফ্যাশন চেইন।
সো ইন্টারন্যাশনাল মান সম্মত সব কিছু ধরে রেখেই আমরা এগিয়ে যেতে চাই। আমি ডে বাই ডে আপনাদের নতুন আউটলেট উপহার দিতে চাই।আপনারা আসুন আমাদের আউটলেটগুলোতে আশা করি আমাদের প্রচেষ্টা আপনাদের ভাল লাগবে। গিগল ফ্যাশন হাউজে পুরুষদের প্যান্ট শার্ট জুতা, ঘড়ি, পাঞ্জাবিসহ ফ্যাশনের সকল পণ্য পাওয়া যাবে। এছাড়াও নারীদের সালোয়ার কামিজ, ওয়েস্টার্ন ড্রেস, ভ্যানেটি ব্যাগ, জুতা, কসমেটিকস, পারফিউমসহ সাজগোজের সব ধরনের জিনিসের সমাহার থাকছে। আছে শিশুদের জন্যও সব ধরনের ফ্যাশন আইটেম। “গিগল বাংলাদেশ” পুলিশ প্লাজা, মিরপুর, চট্টগ্রাম ও ৪র্থ শাখা রাপা প্লাজা, ধানমন্ডি, শপ নং- ৩২, ৩৩ দ্বিতীয় তলা। উক্ত আয়োজনের মিডিয়া পার্টনার রেডিও স্বদেশ ডট নেট ও স্বদেশ.টিভি। আরজে সাইমুর রহমানের উপস্থাপনায় তারকাদের বিশেষ সাক্ষাতকার গ্রহন করা হয়। পুরো উদ্ধোধন অনুষ্ঠানে ফটোগ্রাফি করেছে শেখ সাদি ও রিপোটিং এ ছিলেন রায়হান কবির