ঈদে চার মারলেন তরুণ সঙ্গীতশিল্পী এস.এম.তুষার! (ভিডিওসহ)

tusharসম্পাদনায়-আরজে সাইমুর, রেডিও স্বদেশ.নেট:  অডিও প্রযোজনা প্রতিষ্ঠান এডবক্স থেকে ঈদ উপলক্ষে অবশেষে মুক্তি পেলো এস, এম, তুষার-এর প্রথম একক অ্যালবাম ‘যাবো কোথায়’থেকে নির্মিত চারটি গানের মিউজিক ভিডিও। “সোনাপাখি, সাইয়া, অনুভবে তুই ও জীবন বাজী” – শিরোনামের মিউজিক ভিডিওগুলো এখন ইউটিউব সহ বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হচ্ছে। সবগুলো গানই চিত্রায়িত হয়েছে ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে। সাইয়া গানের মডেল হিসেবে কাজ করেছেন আলভি ও মিপা, সোনাপাখি গানের মডেল হিসেবে কাজ করেছেন সাইফুল ও সিনহা, জীবন বাজী গানের মডেল হিসেবে কাজ করেছেন আল আমিন ও পাপড়ী এবং অনুভবে তুই গানের মডেল হিসেবে কাজ করেছেন ইমিলা ও শিল্পী তুষার নিজেই। ভিডিওগুলো সম্পর্কে এস, এম, তুষার রেডিও স্বদেশকে বলেন, “গান এখন শুধু শোনার বিষয় নয়, এর পাশাপাশি এটি এখন দেখার বিষয়। যেহেতু আমি একজন ভিডিও নির্মাতা, সেই অভিজ্ঞতা থেকেই নিজের গানের মিউজিক ভিডিওগুলো নির্মানের পাশাপাশি এডিটিং-এও শৈল্পিক ণিপুনতা রাখার চেষ্টা করেছি, বাকী বিবেচনা আমার দর্শক শ্রোতাদের কাছে।” উল্লেখ্য, জীবন বাজী গানের মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন আদনান আবির রানা।

Leave a Reply