৩১ মে আনন্দ বিনোদন স্টার এ্যাওয়ার্ড ২০১৫!

anondo star award (2)সম্পাদনায়-আরজে সাইমুর, স্বদেশ নিউজ২৪.কম: আগামী ৩১ মে ২০১৬ মঙ্গলবার বিকেল ৫টায় জাতীয় জাদুঘর প্রধান মিলনায়তনে ২০১৫ সালে চলচ্চিত্র, টেলিভিশন, সঙ্গীত, মঞ্চ, নৃত্য বিজ্ঞাপনচিত্রসহ স্ব-স্ব ক্ষেত্রে যাঁরা কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তাদের আনন্দ বিনোদন স্টার এ্যাওয়াডৃ ২০১৫ প্রদান করা হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ মো: আমির হোসেন আমু, মাননীয় মন্ত্রী, শিল্প মন্ত্রনালয়, বাংলাদেশ সরকার। অনুষ্ঠান উদ্ধোধক হিসেবে উপস্থিত থাকবেন জনাব ইকবাল সোবহান চৌধুরী, মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্ঠা। প্রধান আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকনে আলহাজ মো: হারুন উর রশিদ, সিআইপি, চেয়ারম্যান, এশিয়ান টিভি, কবি শংকর রায়ং, মাননীয় প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারী, মীর মো: মোতাহার হাসান, উপদেষ্টা, এটিএন বাংলা, কণা রেজা, সিইও, পানসুপারি, আ স ম ফিরোজ, এমপি, মাননীয় চীফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ, লিয়াকত আলী খান মুকুল, চেয়ারম্যান, রূপায়ন গ্রুপ, প্রফেসর ড. এম খান মুকুল, সভাপতি, কিডনী এ্যাওয়ানেস মনিটরিং এন্ড প্রিভেনশন সোসাইটি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেবন শুভেচ্ছা সাংস্কৃতিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও  পাক্ষিক আনন্দ বিনোদন পত্রিকার নির্বাহী সম্পাদক মো: মনিরুজ্জামন অপূর্ব।

শুভেচ্ছা সাংস্তৃকি ফোরামের সাংগাঠনিক সম্পাদক ও রেডিও স্বদেশ ডট নেটের চেয়ারম্যান আরজে সাইমুর জানান- উক্ত অনুষ্ঠানে সাংস্তৃতিক অঙ্গনের বিশিষ্ট্য ব্যক্তিবর্গ ও শিল্পীরা উপস্থিত থেকে এ্যাওয়ার্ড গ্রহন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহন করবেন। আপনার উপস্থিতি এই আয়োজনকে আরও আনন্দঘন ও প্রাণবন্ত করে তুলবে আন্তরিকভাবে বিশ্বাস করি।

Leave a Reply