আগামীকাল জমকালো আয়োজনে যাত্রা শুরু করছে “কিউট এন ক্লাশি ফ্যাশন হাউজ”!

cute1সম্পাদনায়-আরজে সাইমুর: আগামীকাল ২০ মে শুক্রবার রাজধানীর অল কমিউনিটি ক্লাব, গুলশানে মডেল ও ফ্যাশন ডিজাইনার প্রিয়াংকা জামান পরিচালনায় নতুন প্রজন্মের জন্য “কিউট এন ক্লাশি ফ্যাশন হাউজ” এর লোগো উন্মোচন করা হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, ধ্রুব মিউজিক স্টেশনের চেয়ারম্যান ও জনপ্রিয় কন্ঠশিল।পী ধ্রুব গুহ, এজেআই গ্রুপ চেয়ারম্যান চিত্রনায়ক অনন্ত জলিল, গ্লোবাল এনার্জি চেয়ারম্যান আতিয়ার রহমান, জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আব্দুল আজিজ, লেদার এন্ড ফার, জাইয়ু লন্ডন, ফ্যাশন স্পেশালিস্ট ডিজাইনার এন্ড সিইও মো: শফিকুল ইসলাম, ভার্সেটাইল মিডিয়ার চেয়ারম্যান আরশাদ আদনান, লুক কেয়ার বিডি লি: এর ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান সুইট ও চলচ্চিত্র প্রযোজন ড্যানি সিডাক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কিউট এন ক্লাশি ফ্যাশন হাউজের সিইও প্রিয়াংকা জামান। এছাড়া রেডিও স্বদেশ ডট নেট চেয়ারম্যান আরজে সাইমুরসহ  সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শিল্পীরা উপস্থিত থেকে মনোজ্ঞ ফ্যাশন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটির উদযাপন কমিটির আহবায়ক ছিলেন চলচ্চিত্র প্রযোজক ফিরোজ শাহী। সহযোগিতায় মডেল লিজা জামান। মিডিয়া পার্টণার এটিএন বাংলা, রেডিও স্বদেশ ডট নেট, বিনোদনধারা।

উল্লেখ্য যে কিউট এন ক্লাশি ফ্যাশন হাউজকে শুভ কামনা জানিয়ে অনেক তারকা, বিশেষ ব্যক্তিবর্গ শুভেচ্ছা স্বরূপ ভিডিও ম্যাসেজ দিয়েছেন।

Leave a Reply