তামান্না এখন ঝগড়াটে বউ!

বিনোদন ডেস্ক, সম্পাদনায়-আরজে সাইমুরঃ তরুণ প্রজন্মের ব্যস্ততম অভিনেত্রী তামান্না সরকার । সম্প্রতি তিনি তৌফিকুল ইসলামের রচনা ও আরিফুর রহমান নিয়াজের পরিচালনায়

‘দুই বউয়ের প্যারা’ নামের একটি নাটকের শুটিং সম্পন্ন করেছেন। এ প্রসঙ্গে তামান্না জানান;নাটকটি মূলত পারিবারিক একটা গল্প যেখানে হচ্ছে আমি আর আমার সতীন দুইজনের অত্যাচারে সাজু খাদেম ভাইয়া খুবই অশান্তিতে থাকে ঘর ছেড়ে বাইরে থাকে তারপর সে বউয়ের প্যারা থেকে বাঁচার জন্য আরেকটা বিয়ে করতে চাই তারপর তার দুই বউকে ডিভোর্স দিতে চাই যখন হচ্ছে আমি তাকে ছেড়ে চলে যাই তার গার্লফ্রেন্ড ও সাজু ভাই কে ছেড়ে চলে যায় ঝগড়াটে গল্প আমার চরিত্রের নাম জরি । এখানে অভিনয় করেছে সাজু খাদেম ;ছাজুক নাফিসা বিকে আকাশ আরো অনেকে। এই নাটকটি মূলত নাগরিক টিভিতে প্রচারিত হবে। তামান্না আরও জানান;এই গল্পটি আমার কাছে অনেক ভালো লেগেছে এই নাটকে মূলত আমাকে দেখা যাবে ঝগড়াটে বউ হিসাবে এই প্রথম আমি এরকম চরিত্রে অভিনয় করেছি আশা করি দর্শকদের অনেক ভালো লাগবে আমি সকলের কাছে দোয়া চাই আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি আগামীতেও অনেক ভালো ভালো কাজ আমি আমার দর্শকদের দিতে পারি ধন্যবা

Leave a Reply