মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশে: ঢাকা মেডিকেলে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিলো যুবলীগ.
মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্র নায়ক শেখ হাসিনা’র নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কর্তৃক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিলো বাংলাদেশ আওয়ামী যুবলীগ.
নিজস্ব প্রতিনিধি:
মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্র নায়ক শেখ হাসিনা’র নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কর্তৃক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা যোদ্ধাদের মাঝে স্বাস্হ্য সুরক্ষা সামগ্রী পিপিই , মাস্ক, হ্যান্ড স্যানেটাইজার , হস্তান্তর.
হস্তান্তর করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল.
কেন্দ্রীয় যুবলীগের সাবেক নেতৃবৃন্দগনের সার্বিক সহযোগিতায় আজকের এই আয়োজন :-
সাবেক কার্য্যনির্বাহী সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নাঈম ও সাবেক সহ সম্পাদক মো:
জহির উদ্দিন খসরু , মো: আকরাম হোসেন বাদশা , ইন্জিনিয়ার মুক্তার হোসেন চৌধুরী কামাল , আসাদুজ্জামান আজম , আরিফুল ইসলাম , এ্যাড. গোলাম কিবরিয়া , আল আমিন সহ অন্যান্য নেতৃবৃন্দ.
তাং-০১.০৬.২০২০ইং-রোজ: সোমবার সময়: দুপুর ০১:০০ টায় স্হান: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রশাসনিক ভবন , এবং রোড# ০৮, ব্লক#এফ, হাউজ#১০০ , ফ্ল্যাট নং-৯বি , বনানী-ঢাকা.