Breaking News
Home / News / মিরসরাইয়ে আগুনে পুড়ে ছাই ৫ ব্যবসা প্রতিষ্ঠান !!

মিরসরাইয়ে আগুনে পুড়ে ছাই ৫ ব্যবসা প্রতিষ্ঠান !!

মিরসরাইয়ে অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেছে ৫ ব্যবসা প্রতিষ্ঠান। উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মঙ্গলবার (১৮ জুন) সকালে সাড়ে ১০ টায় অগ্নিকান্ডের সূত্রপাত হয়, এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলো আলা উদ্দিনের লাকড়ির দোকান, তাজুল ইসলামের কাঠের দোকান, দুলু মিয়ার টার্কি মুরগীর দোকান, ১ টি মুদি দোকানসহ ৫টি দোকান।
মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা তানভীর আহমেদ জানান, মঙ্গলবার সকালে উপজেলার হাদিফকিরহাট বাজার আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আমাদের দুইটি টিম গিয়ে প্রায় ১ ঘন্টা ২০ মিনিটপর আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

About hasan mahmmud

Check Also

বহুমুখী প্রতিভার অধিকারী সুমা পারভীন

নিজস্ব প্রতিবেদক: জন্মের সময় কোন শিক্ষাই অর্জন করে পৃথিবীতে কেউ আসে না, কেউ ঠকে শিখে …

Leave a Reply