১ ও ২ জুন খোলা থাকবে সরকারি ধান-চাল সংগ্রহ কেন্দ্র

চলমান বোরো মৌসুমে ধান, চাল ও গম সংগ্রহ কার্যক্রম অব্যাহত রাখতে জুন সংগ্রহ কেন্দ্রসমূহ খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৃহস্পতিবার খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মোছাম্মাৎ নাজমানারা খানম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশ প্রদান করা হয়।
এতে জানানো হয়, আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে বন্ধের দিনগুলোর পূর্বে আগামী ৩ জুন কার্যদিবস রয়েছে। ঈদপূর্ব সময়ে আগ্রহী কৃষক/মিলাররা যাতে সংগ্রহ কার্যক্রমের আওতায় খাদ্য অধিদপ্তরের সংগ্রহ কেন্দ্রসমূহে তাদের পণ্য (ধান, গম, চাল) বিক্রি করতে পারে সেজন্য এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এতে আরও বলা হয়,
ঈদের আগে আগ্রহী কৃষক বা মিলাররা যাতে সংগ্রহ কার্যক্রমের আওতায় খাদ্য অধিদফতরের সংগ্রহ কেন্দ্রগুলোতে তাদের ধান, গম, চাল বিক্রি করতে পারে সেজন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Leave a Reply