পশ্চিমা বায়ুর আকাশ দখলের লড়াই

গ্রীষ্ম বিদায় নিয়েছে। আজ শনিবার শুরু হয়েছে বর্ষার প্রথম মাস আষাঢ়। জ্যৈষ্ঠ মাসের বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে গত কয়েক দিনের দাবদাহ কিছুটা কমে গেছে। সকাল থেকে সূর্যের তেজ নেই। দিনের পুরোটা সময় আকাশ মেঘে ঢাকা। প্রকৃতির এই দৃশ্য আজ দেখা গেছে রাজধানী ঢাকাসহ দেশের মধ্যাঞ্চল, দক্ষিণ–পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বেশির ভাগ এলাকায়। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হয়েছে। তবে দক্ষিণ–পশ্চিমাঞ্চলে দুপুর পর্যন্ত ছিল সম্পূর্ণ ভিন্ন চিত্র। খুলনা বিভাগের প্রায় সব জেলায় ছিল সূর্যের প্রখরতা। সাতক্ষীরা জেলায় আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদদের মতে, ঋতু পরিবর্তনের কারণে প্রকৃতির এই রূপ। মৌসুমি বায়ুর প্রভাবে কোথাও কোথাও ভারী বৃষ্টি হচ্ছে। আর দেশের যেসব এলাকায় এর বিস্তার ঘটেনি, সেসব এলাকায় গরম পড়ছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগর হয়ে ৯ জুন কক্সবাজারের টেকনাফ উপকূলীয় অঞ্চলে অবস্থান করছিল। পরদিন ১০ জুন চট্টগ্রাম অঞ্চল পর্যন্ত এর বিস্তার ঘটে। ১৪ জুন পূর্বাঞ্চলে আরও বিস্তার ঘটে মৌসুমি বায়ুর। আজ ১৫ জুন এই বায়ু ঢাকা, ময়মনসিংহ, সিলেটসহ দেশের মধ্য ও উত্তর–পূর্বাঞ্চলে বিস্তৃত হয়েছে।

বর্ষার প্রথম দিনেই সকালে হয়েছে ঝিরঝিরে বৃষ্টি। বৃষ্টির পরশ মাখছেন এক নারী। বাংলা একাডেমি, ঢাকা, ১৫ জুন। ছবি: সাইফুল ইসলাম
বর্ষার প্রথম দিনেই সকালে হয়েছে ঝিরঝিরে বৃষ্টি। বৃষ্টির পরশ মাখছেন এক নারী। বাংলা একাডেমি, ঢাকা, ১৫ জুন। ছবি: সাইফুল ইসলাম
গ্রীষ্ম বিদায় নিয়েছে। আজ শনিবার শুরু হয়েছে বর্ষার প্রথম মাস আষাঢ়। জ্যৈষ্ঠ মাসের বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে গত কয়েক দিনের দাবদাহ কিছুটা কমে গেছে। সকাল থেকে সূর্যের তেজ নেই। দিনের পুরোটা সময় আকাশ মেঘে ঢাকা। প্রকৃতির এই দৃশ্য আজ দেখা গেছে রাজধানী ঢাকাসহ দেশের মধ্যাঞ্চল, দক্ষিণ–পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বেশির ভাগ এলাকায়। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হয়েছে। তবে দক্ষিণ–পশ্চিমাঞ্চলে দুপুর পর্যন্ত ছিল সম্পূর্ণ ভিন্ন চিত্র। খুলনা বিভাগের প্রায় সব জেলায় ছিল সূর্যের প্রখরতা। সাতক্ষীরা জেলায় আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদদের মতে, ঋতু পরিবর্তনের কারণে প্রকৃতির এই রূপ। মৌসুমি বায়ুর প্রভাবে কোথাও কোথাও ভারী বৃষ্টি হচ্ছে। আর দেশের যেসব এলাকায় এর বিস্তার ঘটেনি, সেসব এলাকায় গরম পড়ছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগর হয়ে ৯ জুন কক্সবাজারের টেকনাফ উপকূলীয় অঞ্চলে অবস্থান করছিল। পরদিন ১০ জুন চট্টগ্রাম অঞ্চল পর্যন্ত এর বিস্তার ঘটে। ১৪ জুন পূর্বাঞ্চলে আরও বিস্তার ঘটে মৌসুমি বায়ুর। আজ ১৫ জুন এই বায়ু ঢাকা, ময়মনসিংহ, সিলেটসহ দেশের মধ্য ও উত্তর–পূর্বাঞ্চলে বিস্তৃত হয়েছে।

আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেন, আগামী কয়েক দিনের মধ্যে মৌসুমি বায়ু সারা দেশের বিস্তৃত হবে। এখন চলছে পশ্চিমা বায়ুর সঙ্গে মৌসুমি বায়ুর টক্কর। এই অবস্থা যখন থাকে, সেই সময় বজ্রপাত হয়ে থাকে। ঝোড়ো হাওয়া বয়ে যায়। তাই দেখা গেছে, আজ সকালে ঢাকাসহ কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে। গতকাল শুক্রবার মৌসুমি বায়ু উত্তর–পশ্চিমাঞ্চলের বেশ কিছু এলাকা পর্যন্ত চলে গিয়েছিল। কিন্তু পশ্চিমা বায়ুর কারণে মৌসুমি বায়ু মধ্য ও পূর্বাঞ্চলের দিকে কিছুটা পিছিয়ে আসে।

আবদুল মান্নান বলেন, বঙ্গোপসাগর দিয়ে পূর্বাঞ্চল দিয়ে মৌসুমি বায়ুর বিস্তার ঘটে থাকে। মধ্যাঞ্চল, উত্তর–পূর্বে সিলেট হয়ে উত্তর–পূর্ব দিকে কভার করে। সব শেষে দক্ষিণ–পশ্চিমাঞ্চলের খুলনা, সাতক্ষীরা ও যশোর অঞ্চলে ছড়িয়ে যায়। এরপরই সারা দেশে মৌসুমি বায়ু বিস্তার লাভ করেছে বলে জানানো হয়।

আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি ৪৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলায়। এ ছাড়া ময়মনসিংহে ৩২, কুমিল্লায় ৪২, ফেনীতে ২৮, কুড়িগ্রামের রাজারহাটে ১৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাজধানী ঢাকায় এ সময় বৃষ্টি হয়েছে ১ মিলিমিটার।

আগামী তিন দিনের মধ্যে বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পাবে বলে আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, রংপুর বিভাগের অনেক জায়গায়, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এ ছাড়া রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কিছু কিছু এলাকায় তা প্রশমিত হতে পারে।

অন্যদিকে, ঢাকা, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকবে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Leave a Reply