ট্রেনের ছাদ থেকে পড়ে তরুণ নিহত !!

রাজশাহীতে ট্রেনের ছাদ থেকে পড়ে এক তরুণ নিহত হয়েছেন। নগরের বর্ণালীর মোড়ে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক ওই যুবকের পরিচয় জানা যায়নি।

পুলিশ বলছে, রেললাইনের ওপর দিয়ে পার করা ডিশ লাইনের তারে লেগে ওই যাত্রী পড়ে যান। নিহত ব্যক্তির বয়স ২৩ বছর হতে পারে।

রাজশাহী রেলওয়ে থানার উপপরিদর্শক আবুল হাশেম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী সাটল ট্রেনের ছাদে করে ওই যাত্রী যাচ্ছিলেন। বর্ণালীর মোড়ে ডিশ লাইনের তারে লেগে তিনি নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি বলেন, ট্রেনের ছাদ থেকে ওই তারের দূরত্ব দেড় থেকে দুই ফুট হবে।

আবুল হাশেম জানান, সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply