ওয়ার্ল্ড কাপ নিয়ে হাসিবের নতুন গান “গর্জে ওঠো টাইগার’’

আসছে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। উন্মাদনার কমতি নেই ক্রিকেট প্রেমীদের মাঝে। আর তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ক্রিকেট টিমকে কে শুভেচ্ছা জানিয়ে থিম সং প্রকাশ করলো গাজী গ্রুপ।
গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রতিভাবান শিল্পী হাসিব। গানটির কথা লিখেছেন হাসিব হাসান চৌধুরী, গানটির সুর ও সঙ্গীত আয়োজন করেছেন তরুণ মিউজিক কম্পোজার আরাফাত মহসিন নিধি। ইতিমধ্যে গানটি সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়া মাধ্যমগুলোতে সর্বস্তরের ক্রিকেট প্রেমীদের মাঝে।
হাসিব এর সঙ্গীত পথচলা শুরু ২০০৭ সালের ডি-রকস্টার ২ থেকে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি হাসিবের। এরপর ১ম রানার আপ হয় “নেসক্যাফে গেট সেট রক”এ ২০১২ সালে । ২০১৪ সালে হাসিব তার প্রথম প্লে ব্যাক করেন শাকিব খান ও ববি অভিনীত “রাজত্ব’’ ছায়াছবিতে। “তুমি ছাড়া’’ শিরোনামের গানটি ব্যাপক দর্শক প্রিয়তা পায় সে সময়ে।
বর্তমানে হাসিব ব্যস্ত সময় পার করছেন বিজ্ঞাপনের জিঙ্গেল সহ নানা বাণিজ্যিক কাজে।

Leave a Reply