Breaking News
Home / News / এফআর টাওয়ার নির্মাণে অনিয়মে জড়িত রাজউক কর্মকর্তারা: তদন্ত প্রতিবেদন

এফআর টাওয়ার নির্মাণে অনিয়মে জড়িত রাজউক কর্মকর্তারা: তদন্ত প্রতিবেদন

বনানীর এফআর টাওয়ার নির্মাণে অনিয়মের সঙ্গে রাজউক কর্মকর্তাদের জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পেয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। এফআর টাওয়ারের নকশা অনুমোদন এবং নির্মাণ কাজের ত্রুটির জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কর্মকর্তা-কর্মচারী, সংশ্লিষ্ট আবাসন প্রতিষ্ঠানসহ অন্তত ৬৭ জনকে দায়ী করে এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে সরকার।

বুধবার (২২ মে) সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্রতিবেদন প্রকাশ করেন।

দায়ী ব্যক্তিদের তালিকায় রাজউকের সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন খাদেমও রয়েছেন।

তিনি বলেন, এফআর টাওয়ারের ১৮ থেকে ২৩ তলা ছিল সম্পূর্ণ অবৈধ। আর ১৫ থেকে ১৮ তলাও নকশা লঙ্ঘন করে তৈরি করা হয়েছিল। এর সাথে রাজউকের যে সব কর্মকর্তা জড়িত ছিলেন তাদের সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

২৮ মার্চ দুপুরে বনানীর এফআর টাওয়ারের ৮তলা থেকে আগুনের সূত্রপাত হয়। দীর্ঘ ৬ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছে।

About hasan mahmmud

Check Also

বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের রোগমুক্তি চেয়ে কোরআন খতম ও দোয়া

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ( বা ফু ফে ) সভাপতি ও স্বাধীন বাংলা ফুটবল …

Leave a Reply