Breaking News
Home / News / ”ভারত যেতে পারলেন না বিএনপি নেতা নিপুন !!

”ভারত যেতে পারলেন না বিএনপি নেতা নিপুন !!

মামলা থাকায় ভারত যেতে পারলেন না বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরীকে। বৃহস্পতিবার তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়।

তবে তার পরিবারের অন্য সদস্যরা যেতে পেরেছেন।

নিপুন রায় তাকে ফেরত পাঠানোর বিষয়টি নিশ্চিত করে আরটিভি অনলাইনকে জানান, দুপুর একটায় নভোএয়ারের একটি ফ্লাইটে স্বামী ও মেয়েকে নিয়ে তার কলকাতা যাওয়ার কথা ছিল।

কিন্তু বিমানবন্দর ইমিগ্রেশন থেকে বলা হয়, মামলা থাকায় তাকে বিদেশ যেতে না দেয়ার নির্দেশনা আছে। তাই যেতে দেয়া হয়নি।

পরে স্বামী ও মেয়ে চলে গেলেও বিমানবন্দর থেকে ফিরে আসেন নিপুন রায়।

এ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়ের পুত্রবধূ এবং বিএনপি সরকারের সাবেক প্রতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর মেয়ে।

এর আগে ৯ই মার্চ গয়েশ্বর চন্দ্র রায়কে ভারত যেতে দেয়া হয়নি।

তার দু’দিনের ব্যক্তিগত সফরে কলকাতা যাওয়ার কথা ছিল।

About hasan mahmmud

Check Also

এস.এস লাক্সারিয়াস ‘সিঁদুর’ নারী উদ্যোক্তাদের মিলন মেলা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক, সম্পাদনায়-আরজে সাইমুরঃ জমকালো ও বনাঢ্য আয়োজনে সিঁদুর ফ্যাশন হাউজের ৫ম গেট টুগেদার ‘আমিই …

Leave a Reply