রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় মারা গেছেন এক ব্যবসায়ী। মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি মারা যান।
নিহত ব্যবসায়ীর নাম রুবেল চৌকিদার (২৮)। তাঁর গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার আবদুল ব্যাপারীকান্দি গ্রামে। তিনি ঢাকার রায়েরবাগের মেরাজ নগর এলাকায় থেকে রঙের ব্যবসা করতেন।
রুবেলের বড় ভাই আবদুল মজিদ বলেন, বিভিন্ন দোকানে রং সরবরাহ করে যাত্রাবাড়ীর কাঁচাবাজার থেকে বাজার শেষে রিকশায় রায়েরবাগের নিজ বাসায় ফিরছিলেন রুবেল। কুতুবখালী এলাকায় একটি বাস ওই রিকশাকে ধাক্কা দিলে তিনি ছিটকে মাটিতে পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় ঢামেক হাসপাতালে নেওয়া হলে রুবেল মারা যান।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, কুতুবখালী মেইন রাস্তায় বাসের ধাক্কায় রুবেলের মৃত্যু হয়েছে। বাসটিকে জব্দ করা হলেও ঘাতক চালক পালিয়ে গেছেন। এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।






Leave a Reply
You must be logged in to post a comment.