বিএনপির নেতা ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ভাই আনোয়ার হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুদকের সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান রাজধানীর রমনা থানায় মামলাটি করেন।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য এ কথা জানিয়েছেন। আনোয়ার হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, আনোয়ার হোসেন ২ কোটি ৯১ লাখ ১৫ হাজার ৬৮৩ টাকার সম্পদ অবৈধভাবে অর্জন করেছেন। এ ছাড়া দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে তিনি ৩২ লাখ ৪৭ হাজার ১৯০ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।
দুদকে দাখিল করা আনোয়ার হোসেনের সম্পদ বিবরণী যাচাই করে এসব অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে, যা দুদক আইন ২০০৪ এর ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।






Leave a Reply
You must be logged in to post a comment.