২৯ মার্চ ২০২১ তারিখে ফেসবুকে তথা সোশাল মিডিয়ায় আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে, মডার্ণ হারবাল গ্রুপ এর নাম ব্যবহার করে মোঃ জাকারিয়া, পিতা-নিজাম উদ্দিন, জেলা বড়গুনা ও সাথী আক্তার, জেলা-বড়গুনা, ফেসবুকে এমএক্সএন মডার্ণ হারবাল গ্রুপ খুলে রাজনৈতিক কথাবার্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য বিভিন্ন রকম উস্কানিমূলক কথা প্রচার করে আসছে। যা মডার্ণ হারবাল গ্রুপের ভাবমূর্তি ও ব্যবসায়িক সুনাম নষ্ট করছে। উক্ত বিষয়টি নিয়ে থানায় জিডি করা হয়েছে ও সাইবার ক্রাইম বিভাগে তাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে। মডার্ণ হারবাল গ্রুপের নামে অসংখ্য ফেসবুক পেজ ও গ্রুপ খোলা হয়েছে। যারা এই সব পেজ-গ্রুপ চালাচ্ছেন তাদের বিরুদ্ধে প্রসাশনিক ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এমক্সএন মডার্ণ হারবাল এর সকল ডিস্ট্রিবিটর, লিডারদের এই বিষয়ে বিশেষ সর্তকতা অবলম্বনের জন্য অনুরোধ করা যাচ্ছে।
ধন্যবাদান্তে
ডা. আলমগীর মতি
চেয়ারম্যান
মডার্ণ হারবাল গ্রুপ






Leave a Reply
You must be logged in to post a comment.