বিনোদন ডেস্ক, সম্পদনায়-আরজে সাইমুর: আগামী ৩০ মার্চ হোটেল রিজেন্সিতে জমকালো আয়োজনে ‘ফ্রেন্ডস ভিউ স্টার এওয়ার্ড-২০২০’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনুষ্ঠানে এ্যাওয়ার্ড সিরিমনি, সেলেব্রেটি ড্যান্স, লাইভ সং পারফরমেন্স, র্যাম্প ফ্যাশন ও বাফেট ডিনার এর আয়োজন করা হয়েছে। চলচ্চিত্র, নাটক, সংগীত, ফ্যাশন, নৃত্যু, উপস্থাপনাসহ মিডিয়ার বিভিন্ন অঙ্গনের ক্যাটাগরীতে এই এ্যাওয়ার্ড প্রদান করা হবে। ফ্রেন্ডস ভিউ সারা বছর বিভিন্ন ধরনের ভাল কাজ করে যাচ্ছে, করোনা পরিস্থিতিতে ” ফ্যশন ফর লাইফ ” নামক অনুষ্ঠান করে সব মিডিয়ায় আলোড়ন তৈরি করে।
ফ্রেন্ডস ভিউ এর চেয়ারম্যান জনাব রবি চৌধুরী জানান- মিডিয়ার বিভিন্ন অঙ্গনের গুনী শিল্পীদের এই এ্যাওয়ার্ড প্রদান করা হবে। এই এ্যাওয়ার্ড অনুষ্ঠান সুন্দর ভাবে প্রেজেন্ট করাল লক্ষ্যে প্রস্তুতি চলছে। সবাই দোয়া করবেন যাযতে এই এ্যাওয়ার্ড অনুষ্ঠান ভালোভাবে সম্পন্ন করতে পারি।
জমকালো ‘ফ্রেন্ডস ভিউ স্টার এওয়ার্ড-২০২০’ এর মিডিয়া পার্টনার- জিটিভি, নিউজ২৪, বাংলাদেশ প্রতিদিন, বাংলানিউজ২৪, রেডিও টুডে, স্বদেশ টিভি, রেডিও স্বদেশ, অনন্যা ও এসকেমিডিয়া্।






Leave a Reply
You must be logged in to post a comment.