বলিউডের আলোচিত-সমালোচিত অভিনেত্রী সানি লিওন। ইংরেজি ও হিন্দি ভাষাতে বেশ পটু তিনি। এছাড়া পাঞ্জাবি ভাষাতেও কথা বলতে পারেন সানি। এবার উত্তর প্রদেশের কিছু অংশে ব্যবহৃত নির্দিষ্ট একটি ভাষার ভঙ্গিমা শিখছেন নতুন করে।
কারণ হিসেবে জানা গেলো, সানির নতুন ছবি ‘কোকোকোলা’ হরর-কমেডি ঘরানার। আর উত্তরপ্রদেশের ব্যাকগ্রাউন্ডে আগাবে ছবির গল্প। ফলে উত্তরপ্রদেশের স্থানীয় ভাষার ভঙ্গিমা আলাদা করে শিখতে হচ্ছে এই অভিনেত্রীকে। আসছে জুলাই মাসে ছবির শুটিং শুরু হবার কথা রয়েছে।
এ ব্যাপারে ভারতীয় গণমাধ্যমে সানি বলেন, সব সময় খুবই খোলা মনে কাজ করি আমি। ভাষা হোক বা অন্য কিছু— নতুন করে শিখতে আমার কোনও অসুবিধে নেই। অভিনেতা হিসেবে নিজেকে আরও উন্নত করতে পারি। উচ্চারণ ঠিক করতেও আমি আলাদা করে পরিশ্রম করছি।
বলিউডের পাশাপাশি বেশ কিছু দক্ষিণী ছবিতেও কাজ করছেন সানি। দক্ষিণী ছবিতে কাজ করতে গিয়ে নতুন এক সংস্কৃতিও শিখেছেন বলে জানান সানি।






Leave a Reply
You must be logged in to post a comment.