বিশ্বকাপের ২৩তম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। সোমবার টনটনে টস জেতার পর ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
দ্য কুপার অ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ডে বল হাতে প্রথম ওভারে একটি রানও দেননি মাশরাফি। দ্বিতীয় ওভারে মোহাম্মদ সাইফউদ্দিন এসে দেন মাত্র ২ রান। তৃতীয় ওভারের দ্বিতীয় বলে মাশরাফির বলে চার মারেন উইন্ডিজ ওপেনার এভিন লুইস। পরের বল ব্যাট থেকে স্ট্যাম্পের পাশ থেকে চলে যায়।
চতুর্থ ওভারের শেষ বলে ক্রিস গেইলকে বিদায় করেন সাইফউদ্দিন। উইনিভার্সেল বস খ্যাত এই তারকা ব্যাটসম্যান ১২ বল খেলে কোনো রান না করে মাঠ ছাড়েন। গেইলের ক্যাচটি ধরেন উইকেট রক্ষক মুশফিকুর রহিম।
iframe width=”1195″ height=”672″ src=”https://www.youtube.com/embed/xJUhou3bT_Y” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen>






Leave a Reply
You must be logged in to post a comment.