পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষকের রিমান্ড ।।

ফেনীর দাগনভূঞায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় প্রধান শিক্ষক মো. আবদুল করিম খান বাহাদুরের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার সকালে ফেনীর আমলি আদালত-৩-এর জ্যেষ্ঠ বিচারিক হাকিম এ এস এম এমরান এ আদেশ দেন।

পুলিশ ও আদালত সূত্র জানায়, আজ সকালে ওই প্রধান শিক্ষককে ফেনীর বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। তাঁকে ৫ দিনের রিমান্ডে নিতে পুলিশের পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়। তাঁর উপস্থিতিতেই রিমান্ডের শুনানি হয়।

এর আগে গত রোববার একই আদালতে ওই ছাত্রীর জবানবন্দি রেকর্ড করা হয়। ফেনী সদর হাসপাতালে ওই ছাত্রীর শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে।

৫ এপ্রিল ওই স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে তার বড় বোন বাদী হয়ে দাগনভূঞা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। পুলিশ মো. আবদুল করিম খান বাহাদুরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

Leave a Reply