Breaking News
Home / News / গাজীপুরে গণপিটুনিতে দুই ডাকাত নিহত

গাজীপুরে গণপিটুনিতে দুই ডাকাত নিহত

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে এলাকাবাসীর গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার রাথুরায় গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ফারুক নামে একজনের নাম জানা গেছে। তার বাড়ি নরসিংদী জেলায়। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর মিয়া আরটিভি অনলাইনকে জানান, মঙ্গলবার রাতে রাথুরা গ্রামের মৃত মঞ্জু মিয়ার বাড়িতে একদল ডাকাত হানা দেয়। তারা ঘরের দরজা ভেঙে মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় মঞ্জু মিয়ার স্ত্রী ও দুই মেয়ে ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করে। পরে এলাকার মসজিদের মাইক থেকে ঘোষণা দিয়ে ডাকাতদের ধাওয়া করে এলাকাবাসী। পরে রাথুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসে ডাকাতদের ধরে ফেলে। এ সময় উত্তেজিত জনতা দুই ডাকাতকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ রাতেই মরদেহগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। বুধবার সকালে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

About admin

Check Also

দুটি কিডনিই ড্যামেজ কলেজ ছাত্রী সাবরিনার, সাহায্যের আবেদন

কলেজ ছাত্রী সাবরিনা। দুটি কিডনিই ড্যামেজ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বাঁচতে হলে কিডনি ট্রান্সপারেন্ট …

Leave a Reply