যুক্তরাষ্ট্রের সবচেয়ে দীর্ঘ অচলাবস্থা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেদের কারণে যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থায় সৃষ্টি হওয়া অচলাবস্থা অতীতের সব রেকর্ড ছাপিয়ে গেছে। এই অচলাবস্থা শনিবার টানা ২২তম দিনে পড়েছে।
এর আগে ১৯৯৫-১৯৯৬ সালে তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের আমলে সর্বোচ্চ ২১ দিন অচল ছিল যুক্তরাষ্ট্র সরকার।
মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ও ডেমোক্রেটরা কোনও সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
এর আগে ট্রাম্প স্পষ্টই জানিয়ে দিয়েছেন, দেয়াল নির্মাণের জন্য দাবিকৃত ৫৭০ কোটি মার্কিন ডলার বরাদ্দ ছাড়া তিনি কোনও অর্থবাজেটে সই করবেন না।
তবে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেনটেটিভের নিয়ন্ত্রণে থাকা ডেমোক্রেটিক নেতারা ‘জনগণের করের টাকায়’ ট্রাম্পকে তার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে না দেয়ার প্রতিজ্ঞা করেছে।
গত ২১ ডিসেম্বর মধ্যরাতের পর থেকে শুরু হওয়া এই অচলাবস্থার কারণে আট লাখের বেশি কর্মী বেতন পাচ্ছে না।
নতুন বছরের প্রথম বেতন পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন কারারক্ষী, বিমানবন্দরকর্মী এবং এফবিআই এজেন্টসহ আরও অনেকগুলো সরকারি সংস্থার কর্মীরা। ফলে বিক্ষুব্ধ কর্মীরা রাস্তা নেমে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছেন।
এদিন অনেক সরকারি কর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের খালি ‘পে স্লিপ’র ছবিও পোস্ট করেছেন।

Leave a Reply