বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশের চার ধাপ উন্নতি হয়েছে। ওই তালিকায় বাংলাদেশ ছাড়াও নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার উন্নতি হয়েছে। তবে ভারতের এক ধাপ অবনমন হয়েছে। আর পাকিস্তান ও আফগানিস্তানের অবস্থা অপরিবর্তিত রয়েছে।
অস্ট্রেলিয়াভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকনোমিক অ্যান্ড পিস (আইইপি)-র ডিসেম্বরে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সন্ত্রাসবাদের ওই সূচকে ১০ এর মধ্যে ৫ দশমিক ৬৯৭ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। ফলে ১৬৩টি দেশের মধ্যে বাংলাদেশের ২৫তম অবস্থান। গত বছর তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ২১তম। সেবার বাংলাদেশের স্কোর ছিল ৬ দশমিক ১৮১।
‘গ্লোবাল টেররিজম ইনডেক্স-২০১৮’ এর ওই সূচকে ৯ দশমিক ৭৪৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে ইরাক। গত বছরও ওই তালিকার শীর্ষে ছিল ইরাক।
মূলত গত বছরের তালিকায় শীর্ষে থাকা পাঁচ দেশের অবস্থান ২০১৮ সালের সূচকেও অপরিবর্তিত আছে। বিশ্বের শীর্ষ সন্ত্রাসপ্রবণ পাঁচটি দেশ যথাক্রমে- ইরাক, আফগানিস্তান, নাইজেরিয়া, সিরিয়া ও পাকিস্তান।